নিত্যপণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে গণসংহতি আন্দোলনের বিক্ষোভ
ভোজ্যতেল, গ্যাস, পানি, বিদ্যুৎ, সিলিন্ডার গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে গণসংহতি আন্দোলন।
বৃহস্পতিবার (০৩ মার্চ) জাতীয় প্রেসক্লাবের সামনে এই বিক্ষোভ সমাবেশ হয়।
বিজ্ঞাপন
বিক্ষোভ সমাবেশে গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জেনায়েদ সাকী, কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীর নেতা বাচ্চু ভুইয়া, রাজনৈতিক পরিষদের নেতা মনিরউদ্দিন বাবু প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, নিত্যপণ্যের দাম বৃদ্ধির সিন্ডিকেটে মন্ত্রী-এমপিদের আত্মীয়স্বজনরা রয়েছেন। মন্ত্রী-এমপিরাও এর ভাগ পান। সেজন্য তারা কোনো ব্যবস্থা নেন না। সরকারেরও দায়বদ্ধতা নেই, কারণ তারা রাতের আঁধারে ক্ষমতায় বসেছে।
তারা বলেন, বাজারে কোনো তরকারির দাম ৬০ টাকার নিচে নয়। চালের দামও ৬৫ টাকা। তাই যত তাড়াতাড়ি পারেন, ক্ষমতা ছেড়ে দিয়ে মানুষকে মুক্তি দেন।
প্রেস ক্লাবে সমাবেশ শেষে তারা মিছিল নিয়ে সচিবালয়ের দিকে যেতে চাইলে নুর হোসেন চত্বরের সামনে পুলিশ তাদের বাধা দেয়। পরে তারা প্রেস ক্লাবের সামনে এসে কর্মসূচি শেষ করেন।
এএজে/জেডএস