গুলিস্তানে অজ্ঞান পার্টির খপ্পরে ফায়ার সার্ভিস সদস্য
রাজধানীর গুলিস্তানে অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছেন মো. রফিক (৪০) নামে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের এক সদস্য। বৃহস্পতিবার (৩ মার্চ) দুপুর ১টার দিকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।
রফিককে উদ্ধার করে নিয়ে আসা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ল্যাডার আনোয়ার পারভেজ ঢাকা পোস্টকে বলেন, রফিক ডেমরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের গাড়ি চালক। গুলিস্তানে বাসে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে। পরে আমরা খবর পেয়ে গুলিস্তান আহাদ পুলিশ বক্স থেকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যাই। পাকস্থলী ওয়াশ দিয়ে তাকে মিটফোর্ড হাসপাতালে রেফার্ড করেছেন চিকিৎসক।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, আমরা তার কাছে মোবাইল ফোন পাইনি। প্রতারক চক্র তার কাছ কি কি নিয়ে গেছে জ্ঞান ফিরলে সেটা জানতে পারব।
বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালে পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া ঢাকা পোস্টকে বলেন, ফায়ার সার্ভিসের এক গাড়ি চালককে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়েছে। তাকে উদ্ধার করে নিয়ে আসা ফায়ার সার্ভিস কর্মীরা জানান তিনি অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছিলেন।
এসএএ/এসএসএইচ