প্রলোভনে না পড়ে সাহসের সঙ্গে দায়িত্ব পালন করুন : সিইসি
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, সংসদ সৃষ্টিতে নির্বাচন কমিশন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ নির্বাচনের মাধ্যমে প্রধানমন্ত্রী ও সংসদ সদস্যরা নির্বাচিত হন। আমাদের দায়িত্ব সম্পর্কে সচেতন হয়ে দেখাতে হবে, আমরা দায়িত্ব পালন করতে পেরেছি। প্রলোভনে না পড়ে আমাদের সাহসের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।
বুধবার (২ মার্চ) বিকেলে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে জাতীয় ভোটার দিবসের আলোচনা সভায় এসব কথা বলেন সিইসি।
বিজ্ঞাপন
তিনি বলেন, ‘মুজিব বর্ষের অঙ্গীকার, রক্ষা করবো ভোটাধিকার’―এই স্লোগানের মাধ্যমে নির্বাচন কমিশন (ইসি) একটি অঙ্গীকার করে ফেলেছে। যদিও অঙ্গীকারটি ঠিক নয়। তবে অঙ্গীকার যখন করে ফেলেছে, এটা পালন করতে হবে। অন্তত চেষ্টা করতে হবে। ভোটাররা বাধার সম্মুখীন হলে আমরা তাদের পাশে দাঁড়াবো।
সিইসি আরও বলেন, আমি আমার শাসককে নির্বাচিত করবো। শাসক যদি পছন্দ না হয়, উনি যদি আমার ওপরে অসদাচরণ করেন, তাহলে আমি পরবর্তী সময়ে তাকে ভোট দেবো না। আমাদের যারা ভোটার তাদের মধ্যে এ চেতনা বপন করতে হবে, সৃষ্টি করতে হবে যে ভোটাধিকারটা শুধু একটা অধিকার নয়, এটা গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব।
কাজী হাবিবুল আউয়াল বলেন, স্থানীয় নির্বাচনেও আমরা সহায়তা করে থাকি, যদিও সেটি আমাদের মূল দায়িত্ব নয়। কাজেই সরকার গঠন থেকে শুরু করে স্থানীয় সরকার গঠন পর্যন্ত কিন্তু ইসির গুরুত্ব অপরিসীম। কেননা সরকার, সংসদ সৃষ্টিতে ইসি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে থাকে।
নির্বাচন কমিশন সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠানে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) আহসান হাবীব খান, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ বেগম রাশেদা সুলতানা, সাবেক জ্যেষ্ঠ সচিব মো. আলমগীর ও আনিছুর রহমান, ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ, জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক একেএম হুমায়ূন কবীর, আইডিয়া-২ প্রকল্পের প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আবুল কাশেম মো. ফজলুল কাদেরসহ ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এসআর/এসএম