বঙ্গবন্ধু জনপ্রশাসন পদকের জন্য আবেদন জমা দেওয়ার সময়সীমা বাড়িয়েছে সরকার। সময়সীমা ৫ দিন বাড়িয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সম্প্রতি মন্ত্রিপরিষদ বিভাগের সচিব, সকল সিনিয়র সচিব/সচিব, সকল বিভাগীয় কমিশনার, সকল জেলা প্রশাসক এবং সকল উপজেলা নির্বাহী অফিসারকে চিঠি পাঠানো হয়েছে।

মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ নাছির উল্লাহ খান স্বাক্ষরিত চিঠিতে জানানো হয়, সময়সীমা ২৮ ফেব্রুয়ারির পরিবর্তে ৫ মার্চ করা হয়েছে। 

এতে বলা হয়, বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক-২০২২ দেওয়ার লক্ষ্যে পদক ব্যবস্থাপনা, পদক সংক্রান্ত কার্যক্রম ও ইলেকট্রনিক পদ্ধতিতে পরিচালনার জন্য বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক ব্যবস্থাপনা সিস্টেম bpaa.mopa.gov.bd সাইটের মাধ্যমে উন্মুক্ত করা হয়েছে। এ সিস্টেমের মাধ্যমে আবেদন দাখিলের শেষ তারিখ ২৮ ফেব্রুয়ারির পরিবর্তে ৫ পর্যন্ত নির্দেশক্রমে পুনঃনির্ধারণ করা হলো। 

পদক ব্যবস্থাপনা কার্যক্রমের জন্য পূর্বে ঘোষিত অন্যান্য সময়সূচি অপরিবর্তিত থাকবে বলেও চিঠিতে জানানো হয়। এ পদক দিতে গত ৩১ জানুয়ারি আবেদন আহ্বান করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

‘বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক নীতিমালা, ২০২২’ অনুযায়ী, ব্যক্তি, দল ও প্রতিষ্ঠান পর্যায়ে বঙ্গবন্ধু জনপ্রশাসন পদকের সংখ্যা হবে ১২টি। 

পুরস্কার হিসেবে একটি স্বর্ণপদক (২১ ক্যারেট মানের ১৫ গ্রাম ওজনের) এবং রাষ্ট্রীয় মনোগ্রাম সংবলিত সম্মাননাপত্র দেওয়া হবে।

ব্যক্তিগত অবদানের জন্য ২ লাখ টাকা, দলগত অবদানের জন্য ৫ লাখ টাকা দেওয়া হবে। দলগত অবদানের ক্ষেত্রে দলের সর্বোচ্চ সদস্য সংখ্যা হবে পাঁচজন। দলের প্রত্যেক সদস্যকে স্বর্ণপদক, সম্মাননাপত্র ও ক্রেস্ট দেওয়া হবে এবং নগদ পুরস্কারের ৫ লাখ টাকা সদস্যদের মধ্যে সমভাবে বণ্টন করা হবে। প্রতিষ্ঠানের ক্ষেত্রে স্বর্ণপদক, ক্রেস্ট ও সম্মাননাপত্র দেওয়া হবে। 

এসএইচআর/ওএফ