করোনাভাইরাস সংক্রমণের ঊর্ধ্বগতির কারণে এবার বইমেলা শুরু হয় গত ১৫ ফেব্রুয়ারি। এখন পর্যন্ত (১২ দিনে) মেলায় নতুন বই এসেছে ১৩৬১টি। এর মধ্যে আজ নতুন বই এসেছে ১১৯টি। বাংলা একাডেমির জনসংযোগ দপ্তর এ তথ্য নিশ্চিত করেছে। 

শনিবার মেলায় আসা ১১৯টি বইয়ের মধ্যে গল্পের বই রয়েছে ১০টি, উপন্যাস ১৫টি, প্রবন্ধ ৭টি, কবিতা ৩৫টি, গবেষণাগ্রন্থ ২টি, ছড়ার বই ২টি, ইতিহাসের ১টি, ভ্রমণের বই ৬টি, শিশুসাহিত্য ৭টি, জীবনী ৩টি, মুক্তিযুদ্ধের বই ৩টি, সায়েন্স ফিকশন ২টি, বিজ্ঞানের বই ৪টি,  অভিধান ১টি, বঙ্গবন্ধু ৪টি, ধর্মীয় ২টি, এবং অন্যান্য ১৫টি।

বইমেলায় প্রকাশিত নতুন বইয়ের সংখ্যায় প্রকাশনা প্রতিষ্ঠানের মধ্যে আগামী প্রকাশনী, শ্রাবণ প্রকাশনী, অনিন্দ্য প্রকাশ, আদর্শ, কথা প্রকাশ, মিজান পাবলিশার্স, শোভা প্রকাশ ও পাঞ্জেরি পাবলিকেশন্স এগিয়ে আছে।

আজ অমর একুশে বইমেলা বেলা ১১টায় শুরু হয়ে রাত ৯টা পর্যন্ত চলে। মেলায় ছিল আজ শিশু প্রহর। বিকেল ৪টায় বইমেলার মূল মঞ্চে অনুষ্ঠিত হয় অমর একুশের সাহিত্য ও সংস্কৃতি শীর্ষক আলোচনা অনুষ্ঠান। প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক বিশ্বজিৎ ঘোষ। আলোচনায় অংশগ্রহণ করেন খালেদ হোসাইন, আহমাদ মোস্তফা কামাল এবং ফারহান ইশরাক। সভাপতিত্ব করেন মফিদুল হক।

আজকের অনুষ্ঠানে কবিতা পাঠ করেন কবি মিনার মনসুর, স্নিগ্ধা বাউল এবং রহমান শেলী। আবৃত্তি পরিবেশন করেন আবৃত্তিশিল্পী অঞ্চল চৌধুরী, মুজাহিদুল ইসলাম এবং মাসুদুজ্জামান। সাংস্কৃতিক পর্বে ছিল ‘কেন্দ্রীয় খেলাঘর আসর’, ‘উচ্চারক’ এবং ‘নৃত্যাঙ্গন’-এর শিল্পীদের পরিবেশনা। যন্ত্রানুসঙ্গে ছিলেন সঞ্জয় কুমার দাস।

আগামীকালের অনুষ্ঠানসূচি

আগামীকাল (২৭ ফেব্রুয়ারি) অমর একুশে বইমেলার ১৩তম দিন। মেলা চলবে দুপুর ২টা থেকে রাত ৯টা পর্যন্ত। বিকেল ৪টায় বইমেলার মূল মঞ্চে অনুষ্ঠিত হবে জন্মশতবার্ষিকী শ্রদ্ধাঞ্জলি : সত্যজিৎ রায় শীর্ষক আলোচনা অনুষ্ঠান। প্রবন্ধ উপস্থাপন করবেন মইনুদ্দীন খালেদ। আলোচনায় অংশগ্রহণ করবেন বিধান রিবেরু এবং মোস্তাক আহমাদ দীন। সভাপতিত্ব করবেন ম. হামিদ। সন্ধ্যায় রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান। 

এইচআর/এসকেডি