ভবন থেকে পড়া ইটের আঘাতে গার্মেন্টস শ্রমিকের মৃত্যু
রাজধানীর ডেমরার কোনাপাড়ায় নির্মাণাধীন ভবন থেকে মাথায় ইট পড়ে রুনা বেগম (২২) নামে এক গার্মেন্টস শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (৮ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বাচ্চু।
রুনার বাড়ি পিরোজপুর জেলার ইন্দুরকানী উপজেলায়। স্বামী মো. শাহিন ও একমাত্র ছেলেকে নিয়ে কোনাপাড়ার মোমিনবাগে ভাড়া থাকতেন তিনি। স্থানীয় মোল্লা গার্মেন্টসে চাকরি করতেন রুনা।
বিজ্ঞাপন
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো.বাচ্চু বলেন, আজ (সোমবার) সকালে বাসা থেকে গার্মেন্টসে যাচ্ছিলেন রুনা। পথে একটি নির্মাণাধীন চারতলা ভবনের ওপর থেকে ইট পড়ে রুনার মাথায়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে আনেন। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, ওই ভবনের মালিকের নাম আব্দুল আজিজ। রুনার মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
এমএসি/এইচকে