জাতিসংঘের বিভিন্ন ফোরামে বাংলাদেশের অংশগ্রহণ, অবদান রাখা ও নেতৃ‌ত্বের জন্য ভূয়সী প্রশংসা করে‌ছেন সংস্থাটির সাধারণ পরিষদের সভাপতি আব্দুল্লাহ শাহিদ।

শুক্রবার (২৫ ফেব্রুয়া‌রি) জাতিসংঘ সদর দপ্তরে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের স‌ঙ্গে দ্বিপা‌ক্ষিক বৈঠকে এ প্রশংসা ক‌রেন আব্দুল্লাহ শাহিদ।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, জাতিসংঘের বিভিন্ন ফোরামে বাংলাদেশের উল্লেখযোগ্য অংশগ্রহণ, তাৎপর্যপূর্ণ অবদান ও ফলপ্রসূ নেতৃত্বের ভূয়সী প্রশংসা করে‌ছেন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি আব্দুল্লাহ শাহিদ। 

সাধারণ পরিষদের সভাপতি ব‌লেন, এ মুহূর্তে বাংলাদেশ ইউএন উইমেন নির্বাহী বোর্ডের সভাপতি, পিসবিল্ডিং কমিশনের চেয়ার এবং আইএমআরএফের কো-ফ্যাসিলেটেটর হিসেবে দায়িত্ব পালন করছে। যা বাংলাদেশের সামর্থ্য ও নেতৃত্বের বহিঃপ্রকাশ।

ড. মো‌মেন বর্তমানে সরকারি সফরে নিউইয়র্ক অবস্থান করছেন। ১ মার্চ তিনি জাতিসংঘের মহিসোপান সীমা বিষয়ক কমিশনে (সিএলসিএস) বাংলাদেশের এ সংক্রান্ত সংশোধিত তথ্যাদি উপস্থাপন করবেন।

এনআই/এসএম