চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানার অক্সিজেন এলাকা থেকে একটি চোরাই প্রাইভেটকার জব্দ করেছে ট্রাফিক পুলিশ। এ সময় প্রাইভেটকার চোর জামাল হোসেন বাবুলকে (৩৮) আটক করা হয়েছে। 

শুক্রবার ( ২৫ ফেব্রুয়ারি) দুপুরে তাকে আটক করেন সিএমপি ট্রাফিক (উত্তর) বিভাগে কর্মরত সার্জেন্ট নছরুল্লাহ। 

ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক উত্তর বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) জয়নুল আবেদীন।

তিনি বলেন, শুক্রবার দুপুরে অক্সিজেন এলাকায় দায়িত্ব পালন করেছিলেন সার্জেন্ট নছরুল্লাহ। একটি প্রাইভেটকারকে (ঢাকা মেট্রো গ–১৫–২০০১) সন্দেহ হলে তিনি দাঁড়ানোর জন্য সংকেত দেন। কিন্তু গাড়িটি পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে পথচারীদের সহায়তায়   গাড়িটি আটক করেন তিনি।

এ সময় চালককে কাগজপত্র দেখাতে বললে গাড়ির চালক জামাল হোসেন বাবুল (৩৮) গাড়ির বৈধ কাগজপত্র দেখাতে পারেননি।  চালকের আচরণ সন্দেহজনক হওয়ায় সার্জেন্ট নছরুল্লাহ তাকে  জিজ্ঞাসাবাদ করেন। এক পর্যায়ে চালক স্বীকার করেন প্রাইভেটকারটি  তিনি কর্ণফুলী এলাকা থেকে চুরি করে এনেছেন।

গাড়িসহ আটক জামালকে বায়েজিদ থানায় হস্তান্তর করা হয়েছে।

কেএম/এইচকে