সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক সচিব ও বিএনপির প্রভাবশালী নেতা হারিছ চৌধুরীর মৃত্যুর খবর সম্প্রতি কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। এ খবর প্রকাশের পর বিষয়টির সত্যতা যাচাইয়ে তদন্তে নামে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তদন্তে মৃত্যুর বিষয়টি সম্পর্কে এখনও নিশ্চিত হতে পারেনি পুলিশ। তদন্ত এখনও চলছে।  

প্রাথমিক তদন্তে পুলিশ মনে করছে, হারিছ চৌধুরীর মৃত্যুর বিষয়টি গুজবও হতে পারে। এ বিষয়ে সিআইডির অরগানাইজড ক্রাইম বিভাগের সিরিয়াস ক্রাইমের বিশেষ পুলিশ সুপার সাইদুর রহমান খান ঢাকা পোস্টকে বলেন, তিনি মারা গেছেন কি না, আমরা নিশ্চিত নই। এ তথ্য তার পরিবারের লোকজন জানতে পারেন। আমাদের তদন্ত চলছে। 

পুলিশ সদরদপ্তর ও সিআইডির একাধিক সূত্রে জানা যায়, হারিছ চৌধুরীর মৃত্যুর খবর গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর, পুলিশ নিজে থেকেই তদন্তে নামে। যেহেতু ইন্টারপোলের একটি রেড নোটিশ রয়েছে তার নামে, সেহেতু বিষয়টি গুরুত্বের সঙ্গে নিতে হয় পুলিশকে।    

হারিছ চৌধুরীর মৃত্যুর বিষয়ে নিশ্চিত হতে সিআইডিকে ইন্টারপোল একটি নোটিশ দেয়। কেননা তার মৃত্যু নিশ্চিত হলে রেড নোটিশ সরিয়ে নেওয়া হবে। আর নিশ্চিত না হলে নোটিশ জারি থাকবে।

এরই মধ্যে হারিছ চৌধুরীর মৃত্যুর বিষয়ে তার পরিবারের একাধিক সদস্যকে জিজ্ঞাসাবাদ করেছে আইন-শৃঙ্খলা বাহিনী। তবে সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। 

কোনো কোনো গণমাধ্যম এমন খবরও প্রকাশ করে যে, হারিছ চৌধুরী ঢাকার কোনো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। কিন্তু এর সত্যতা সম্পর্কে নিশ্চিত হতে পারেনি পুলিশ।

এমএসি/আরএইচ