ইংরেজি দৈনিক নিউ নেশন পত্রিকার নির্বাহী সম্পাদক, ঢাকা সাংবাদিক ইউনিয়ন ও জাতীয় প্রেসক্লাবের সদস্য সাগর বিশ্বাস মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৯ বছর।

মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টায় যাত্রাপথে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে মিরপুর ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে নিয়ে যান তার সহকর্মীরা। পরে কর্তব্যরত চিকিৎসক সোয়া ৬টায় তাকে মৃত ঘোষণা করেন।

নিউ নেশন পত্রিকার সিনিয়র রিপোর্টার কামরুজ্জামান বাবলু বিষয়টি নিশ্চিত করেছেন।

সাগর বিশ্বাস স্ত্রী, দুই ছেলে, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। সাগর বিশ্বাসের মরদেহ আজ চট্টগ্রামে নিজ গ্রামে নেওয়া হবে। সেখানেই তার শেষকৃত্য সম্পন্ন হবে।

আরএম/এসকেডি