অমর একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)।

সংগঠনটির সভাপতি নজরুল ইসলাম মিঠু ও সাধারণ সম্পাদক নূরুল ইসলাম হাসিবের নেতৃত্বে ডিআরইউ কার্যনির্বাহী কমিটি ফুলেল শ্রদ্ধায় স্মরণ করেন ভাষা শহীদদের।

এ সময় উপস্থিত ছিলেন- যুগ্ম সম্পাদক শাহনাজ শারমীন, অর্থ সম্পাদক এস এম এ কালাম, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল কাফি, সাংস্কৃতিক সম্পাদক নাদিয়া শারমিন, কার্যনির্বাহী সদস্য মাহমুদুল হাসান, সোলাইমান সালমান ও সুশান্ত কুমার সাহা।

একুশে ফেব্রুয়ারি শহীদ দিবস উপলক্ষে ভোরে ডিআরইউতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয় ও কালো পতাকা উত্তোলন করা হয়।

১৯৫২ সালের এই দিনে পাকিস্তানি শাসকের বুলেটে রঞ্জিত হয়েছিল ঢাকার রাজপথ। ওই রক্তের দামেই এসেছিল বাংলা ভাষার রাষ্ট্রীয় স্বীকৃতি। দিনটি এখন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে সারা বিশ্বে পালিত হয়।

জেইউ/এমএইচএস