বাংলা‌দেশ ক্রাইম রি‌পোর্টার্স অ্যাসো‌সি‌য়েশ‌নের ( ক্র্যাব) সা‌বেক সাধারণ সম্পাদক ও ক্যাম্পাস লাইভ টু‌য়ে‌ন্টি‌ফোর ডট কমের প্রধান সম্পাদক আজহার মাহমুদ ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার হওয়ায় উদ্বেগ জানিয়েছেন ক্র্যাব নেতারা।  

বৃহস্পতিবার ক্র্যাবের দপ্তর সম্পাদক ইসমাঈল হুসাইন ইমুর সই করা এক বিবৃতিতে ক্র‍্যাব নেতারা গ্রেপ্তারের ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে আজহার মাহমুদের মুক্তি দাবি করেছেন।

২০১৯ সালে হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডিন হারুন-অর-রশিদ সাংবাদিক আজহার মাহমুদের বিরুদ্ধে দিনাজপুর সদর থানায় মামলা দায়ের করেন। ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় তিনি গত সোমবার হাজিরা দেন। আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বর্তমা‌নে তি‌নি রংপুর কারাগা‌রে আছেন।

এমএসি/আরএইচ