জাতীয় প্রেস ক্লাবের জ্যেষ্ঠ সদস্য ও বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সাবেক সিটি এডিটর শামসুল আলম বেলালের জানাজা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ ফেব্রুয়ারি) বেলা ১১টা ৪০ মিনিটে জাতীয় প্রেস ক্লাবের টেনিস গ্রাউন্ডে এ জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে কুমিল্লার চৌদ্দগ্রামের পারিবারিক কবরস্থানে দাফনের উদ্দেশে তার মরদেহ নিয়ে যাওয়া হয়।

জানাজার আগে জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন বলেন, আমরা আজ আমাদের একজন সদস্যকে বিদায় জানাতে এখানে উপস্থিত হয়েছি। আমরা গতকালও একজন সদস্যকে বিদায় জানিয়েছি। এ যেন এক মৃত্যুর মিছিল। আপনারা জানেন যে করোনা সময়ে আমরা অনেক প্রিয়জনকে হারিয়েছি। ২০২০ থেকে এ পর্যন্ত আমরা আমাদের প্রেস ক্লাবের ৬০ জন সদস্যকে চিরতরে হারিয়েছি।

তিনি আরও বলেন, বেলাল ভাই বাসসে কর্মরত ছিলেন, সম্প্রতি অবসর নিয়েছেন। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। যখনই একটু ভালো বোধ করতেন, তখনই এই প্রেস ক্লাবে আসতেন। প্রেস ক্লাব তার সত্যিকারের সেকেন্ড হোম ছিল। তার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। আমি দোয়া প্রার্থনা করি তাকে যেন আল্লাহ বেহেস্ত নসিব করেন।

সাধারণ সম্পাদক ইলিয়াস খান বলেন, তিনি দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। এর আগে প্রতিদিন তিনি প্রেস ক্লাবে আসতেন। যখন চাকরি করেছেন, যখন অবসরে ছিলেন তখনও প্রায় প্রতিদিনই আসতেন। কিন্তু গত কয়েক মাস ধরে তাকে পাইনি, তিনি অসুস্থ ছিলেন।

তিনি আরও বলেন, আমি বলব তিনি অকালেই আমাদের ছেড়ে চলে গেছেন। জাতীয় প্রেস ক্লাব তার শূন্যতা দীর্ঘদিন অনুভব করবে। ইংরেজি সাংবাদিকতার উন্নয়নে তিনি অবদান রেখেছেন। তার অনেকগুলো প্রকাশনাও রয়েছে। বেলাল ভাইয়ের রুহের মাগফিরাত কামনা করছি। একই সঙ্গে তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

সাংবাদিক শামসুল আলম বেলালের মেয়ে সুমাইয়া বিনতে সামস বলেন, আপনারা তো আমার বাবাকে চেনেন। প্রেস ক্লাব আমার বাবার অস্তিত্বের একটা অংশ ছিল। আপনারা আমার বাবার জন্য দোয়া করবেন এবং তার ভুল-ত্রুটি ক্ষমা করবেন।

জানাজায় আরও অংশ নেন— দ্য ডেইলি অবজারভারের সম্পাদক ইকবাল সোবহান চৌধুরী, বাসসের এমডি আবুল কালাম আজাদ, সাংবাদিক নেতা মনজুরুল আহসান বুলবুল, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি সাইফুল আলম, সাবেক সাধারণ সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী, ডিইউজের সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু প্রমুখ।

রোববার (৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২টায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন শামসুল আলম বেলাল। তার বয়স হয়েছিল ৬৪ বছর। তিনি স্ত্রী, দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন।

এমএইচএন/এসএসএইচ