ডিজেএফবির অর্থ সম্পাদক হলেন ঢাকা পোস্টের সাইদ রিপন
পরিকল্পনা মন্ত্রণালয়ে কর্মরত সাংবাদিকদের সংগঠন ডেভেলপমেন্ট জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশের (ডিজেএফবি) নির্বাচনে অর্থ সম্পাদক পদে নির্বাচিত হলেন ঢাকা পোস্টের জ্যেষ্ঠ প্রতিবেদক সাইদ রিপন।
শুক্রবার বিকেলে পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে এ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এর আগে দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান ও বিশেষ অতিথি হিসেবে পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম উপস্থিত ছিলেন। এতে সভাপতিত্ব করেন ডিজেএফবির সভাপতি এফ এইচ এম হুমায়ুন কবীর।
বিজ্ঞাপন
২০১৩ সালে প্রতিষ্ঠিত ডিজেএফবি মূলত পরিকল্পনা কমিশন বিটে কর্মরত সাংবাদিকদের বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা উন্নয়নে কাজ করে। উন্নয়ন বাজেটে জড়িত স্টেকহোল্ডারদের সঙ্গে দেশের সার্বিক উন্নয়নে নিবিড়ভাবে কাজ করে আসছে দীর্ঘদিন ধরে।
এসআর/আরএইচ