জাতীয় প্রেস ক্লাবের অতিরিক্ত সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩১ ডিসেম্বর) সকালে প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে প্রেসক্লাব মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এ সময় সিনিয়র সাংবাদিক, ক্লাবের স্থায়ী ও সহযোগী সদস্যরা উপস্থিত ছিলেন।

সভায় সাধারণ সম্পাদক, কোষাধ্যক্ষ এবং অডিট প্রতিবেদন উপস্থাপন করা হয়।

প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াস খান তার প্রতিবেদনে জানান, এ বছর আয় হয়েছে ৩ কোটি ২১ লাখ ৬০ হাজার টাকা, যা গত বছর ছিল ২ কোটি ৭৬ লাখ টাকা। এ বছর প্রতিষ্ঠাবার্ষিকীতে তহবিল সংগ্রহ করা হয়েছে ২১ লাখ টাকার বেশি।

করোনা মহামারির মধ্যে গত বছরের ৬ অক্টোবর থেকে চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত ৩৯ জন নবীন-প্রবীণ সদস্যকে হারিয়েছে জাতীয় প্রেস ক্লাব। তাদের স্মরণে সভায় শোক প্রস্তাব পেশ করা হয়।

সভাপতির বক্তব্যে ফরিদা ইয়াসমিন জানান, জাতীয় প্রেস ক্লাবের প্রস্তাবিত নতুন ভবন ৩১তলা থেকে কমিয়ে ২১তলা বিশিষ্ট নির্মাণের জন্য নতুন করে নকশা প্রণয়নের কাজ শুরু হয়েছে। খুব শিগগিরই ভবনের নির্মাণকাজ শুরু হবে বলেও জানান তিনি। 

এএজে/এইচকে