ডিআরইউতে চিত্রাঙ্কন উৎসব, চলছে প্রদর্শনী
বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) আয়োজিত চিত্রাঙ্কন উৎসবে অংশগ্রহণকারীদের ছবি নিয়ে শুরু হয়েছে দুই দিনব্যাপী প্রদর্শনী। এসব আঁকিয়েরা ডিআরইউ সদস্যদের সন্তান।
ডিআরইউ চত্বরে আজ শনিবার (১৮ ডিসেম্বর) সকাল থেকে শুরু হয় এই প্রদর্শনী, যা বিকেল ৫টা পর্যন্ত চলে। আগামীকাল (রোববার) সকাল ১০টায় শুরু হয়ে বিকেল ৫টায় শেষ হবে দুই দিনব্যাপী এই প্রদর্শনী।
বিজ্ঞাপন
বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ১৫ ডিসেম্বর এই চিত্রাঙ্কন উৎসব আয়োজন করা হয়। অংশগ্রহণকারী ৪০ জন আঁকিয়েকে শুভেচ্ছা সনদপত্র ও উপহার দেওয়া হয়।
ডিআরইউ সভাপতি নজরুল ইসলাম মিঠুর সভাপতিত্বে ওই উৎসবের উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।
এইউএ/এএসএস/এইচকে