ফেসবুকে মিথ্যা তথ্য, অশালীন মন্তব্য এবং ছবি ব্যবহার করে আক্রমণাত্মক ও হুমকিমূলক স্ট্যাটাস দেওয়ার অভিযোগে বেসরকারি টিভির সংবাদ পাঠিকা ডা. তৃণা ইসলামের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের হয়েছে।

শুক্রবার (৩ ডিসেম্বর) শেরেবাংলা নগর থানায় মামলাটি দায়ের করেন আইনজীবী গোলাম ফারুক মজুমদার (নিঝুম মজুমদার)।

রাতে এ তথ্য ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন শেরেবাংলা নগর থানার ওসি উত্তম কুমার।

শেরেবাংলা নগর থানা পুলিশ সূত্রে জানা গেছে, মামলা নম্বর-৭। আইনের ২৫(২), ২৬(২), ২৯(১), ৩১(২), ৩৫(২) ধারায় মামলা হয়েছে।

মামলায় ডা. তৃণা ইসলাম ছাড়াও আসামি করা হয়েছে ফারজানা প্রিয়দর্শিনী আফরিন ওরফে ফারজানা আফরিন (৩৫), মেহেদি হাসান মুন্না (৩০) এবং এমডি ওবায়দুল্লাহকে (৩২)।

ওসি উত্তম কুমার বলেন, আমরা মামলায় উল্লেখিত অভিযোগ খতিয়ে দেখছি। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

জেইউ/এইচকে