কেক কেটে সিএম‌জেএফের নিজস্ব কার্যালয় উদ্বোধন

নিজস্ব কার্যালয়ে কার্যক্রম শুরু করল পুঁজিবাজারবিষয়ক সাংবাদিকদের সংগঠন ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরাম (সিএমজেএফ)। শুক্রবার রাজধানীর পুরানা পল্টনের আল রাজি কমপ্লেক্সের পঞ্চম তলায় নতুন এ কার্যালয়ের উদ্বোধন করা হয়।

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম প্রধান অতিথি হিসেবে সিএমজেএফ কার্যালয়ের উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, সিএমজেএফ দেশের সাংবাদিকদের অন্যতম মর্যাদশীল সংগঠন। ২০০৮ সালে রাজধানীর হোটেল রেডিসনে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের অর্থ উপদেষ্টা ড. এবি মির্জ্জা আজিজুল ইসলাম সংগঠনটির উদ্বোধন করেন। 

প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে শেয়ারবাজারের মতো টেকনিক্যাল খাতে সদস্যদের পেশাগত দক্ষতা বাড়াতে কাজ করছে। নিজস্ব অফিস প্রতিষ্ঠার মাধ্যমে প্রশিক্ষণের পরিধি আরও বাড়বে। সামগ্রিকভাবে শেয়ারবাজারে সুশাসন প্রতিষ্ঠায় সহায়ক হবে।

অনুষ্ঠানে আরও জানানো হয়, সিএমজেএফের নিজস্ব অফিস কিনতে সহায়তাকারী প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে , বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, দ্য সিটি ব্যাংক লিমিটেড, ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ, ঢাকা স্টক এক্সচেঞ্জ, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পাবলিকলি লিস্টেড কোম্পানিজ, বেক্সিমকো গ্রুপ, এনআরবিসি ব্যাংক লিমিটেড, শেয়ারবাজার নিউজ, এলআর গ্লোবাল বাংলাদেশ, শাহজালাল ইক্যুইটি ম্যানেজমেন্ট লিমিটেড, বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন, ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেড, লংকা বাংলা সিকিউরিটিজ, আইডিএলসি ফাইন্যান্স, সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড, আইডিএলসি ফাইন্যান্স অ্যান্ড সাবসিডিয়ারিস, ইউনাইটেড সিকিউরিটিজ, পদ্মা ব্যাংক লিমিটেড, এবি সিকিউরিটিজ লিমিটেড, এবি ইনভেস্টমেন্ট লিমিটেড, ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ, সেন্ট্রাল কাউন্টার পার্টি বাংলাদেশ লিমিটেড, চিটাগং স্টক এক্সচেঞ্জ লিমিটেড, প্রাইম ফাইন্যান্স ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড ও প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড।  

সিএমজেএফের সভাপতি হাসান ইমাম রুবেলের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মো. মনির হোসেন সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএসইসির সাবেক চেয়ারম্যান ড. খায়রুল হোসেন, বর্তমান কমিশনার ড. শেখ শামসুদ্দীন আহমেদ, ড. মিজানুর রহমান, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ারম্যান ইউনূসুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক তারিক আমিন ভুঁইয়া, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) চেয়ারম্যান আসিফ ইব্রাহিম, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পাবলিকলি লিস্টেড কোম্পানিজের সভাপতি আজম জে চৌধুরী, বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) সভাপতি মো. ছায়েদুর রহমান এবং শাহজালাল ইক্যুইটি ম্যানেজমেন্ট লিমিটেডের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস প্রমুখ।

এসআই/আরএইচ