প্রেসক্লাবে বিনামূল্যে চক্ষু সেবা পাচ্ছেন সদস্যরা
৬৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেসক্লাবের উদ্যোগে বিনামূল্যে চক্ষু সেবা কার্যক্রম শুরু হয়েছে। প্রেসক্লাবের সদস্য, তাদের পরিবারের সদস্য এবং কর্মকর্তা কর্মচারীরা এ সেবা পাচ্ছেন।
বৃহস্পতিবার (৭ অক্টোবর) সকাল ৯টা থেকে জাতীয় প্রেসক্লাবের দ্বিতীয় তলায় জহুর হোসেন চৌধুরী হলে এ চক্ষু চিকিৎসা ক্যাম্প শুরু হয়। এ আয়োজনে সহযোগিতা করছে সন্ধানী জাতীয় চক্ষুদান সমিতি।
বিজ্ঞাপন
এ বিষয়ে জাতীয় প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাঈনুল আলম ঢাকা পোস্টকে বলেন, প্রেসক্লাবের সদস্য ও তাদের পরিবারের সদস্যদের উন্নতমানের চক্ষু সেবা দেওয়ার লক্ষ্যে এ ক্যাম্প শুরু হয়েছে। ক্যাম্পে প্রেসক্লাবের কর্মকর্তা ও কর্মচারীদেরও চিকিৎসা দেওয়া হচ্ছে।
তিনি জানান, সকাল থেকে বিকেল পর্যন্ত চলবে চক্ষু সেবার এ কার্যক্রম। এখানে অনেক বিশেষজ্ঞ চিকিৎসক সেবা দিচ্ছেন। বেলা ১২টা পর্যন্ত প্রায় ১০০ জন সদস্য এ সেবা গ্রহণ করেছেন। ক্যাম্পে রোগীদের ব্যবস্থাপত্রসহ নানা পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা।
একে/এসকেডি