বাংলাদেশ অবজারভারের সাবেক ক্রীড়া প্রতিবেদক এবং প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ (পিআইবি) এর সহকারী অধ্যাপক কামরুন নাহার (রুমা) মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি করোনায় আক্রান্ত ছিলেন।  

পিআইবি'র পরিচালক (প্রশাসন) মো. আফরাজুর রহমান ঢাকা পোস্টকে এই তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, গত ৩ আগস্ট (মঙ্গলবার) রুমা করোনায় আক্রান্ত হন। অবস্থার অবনতি হলে পরের দিন তাকে রাজধানীর হলি ফ্যামিলি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনি আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।

এ অবস্থায় ৫ আগস্ট (বৃহস্পতিবার) ইমপালস হাসপাতালে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (৯ আগস্ট) সকাল ছয়টায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক এই শিক্ষার্থী দীর্ঘসময় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা বিভাগেও শিক্ষকতা করেছেন।

পিএসডি/জেডএস