সাংবাদিক সাজ্জাদ হোসেনের মায়ের মৃত্যু, ডিইউজে-বাসস ইউনিটের শোক
ডিইউজে-বাসস ইউনিট চিফ ও প্রধান বার্তা সম্পাদক (সিএনই) এ জেড এম সাজ্জাদ হোসেনের মা বেগম হাফিজুন্নেসা মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুতে বাসস ইউনিট গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর, সাবেক সংসদ সদস্য মরহুম ডা. এম এ কাশেমের স্ত্রী বেগম হাফিজুন্নেসা রোববার (১ আগস্ট) সন্ধ্যায় রাজধানীতে তার ছোট ছেলের বাসায় বার্ধক্যজনিত জটিলতায় ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিল ৯০ বছর। হাফিজুন্নেছা তৎকালীন মাদারীপুর মহকুমা আওয়ামী লীগের সভাপতি ছিলেন। তিনি ছয় ছেলে, এক মেয়ে এবং অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
বিজ্ঞাপন
পারিবার সূত্র জানায়, তার মরদেহ সোমবার মাদারীপুর নেওয়া হবে। জানাজা শেষে সেখানে দাফন সম্পন্ন হবে।
ডিইউজে-বাসস ডেপুটি ইউনিট চিফ তানভীর আলাদিন স্বাক্ষরিত এক শোক বার্তায় মরহুমার রুহের মাগফেরাত কামনা করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।
এসএসএইচ