বাবা হারালেন সাংবাদিক হিরন-বায়েজীদ
আইন, আদালত, মানবাধিকার ও সংবিধান বিষয়ক সাংবাদিকদের সংগঠন ল রিপোর্টার্স ফোরামের (এলআরএফ) সাবেক সভাপতি ও দৈনিক সমকালের সিনিয়র রিপোর্টার ওয়াকিল আহমেদ হিরন এবং দীপ্ত টিভির বিশেষ প্রতিনিধি বায়েজীদ আহমেদের বাবা আলহাজ্ব একেএম নজরুল ইসলাম মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন)।
শুক্রবার (৩০ জুলাই) সকাল সোয়া ৮টার দিকে ফরিদপুর গোয়ালচামট হাউজিং স্টেটের নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর।
বিজ্ঞাপন
একেএম নজরুল ইসলাম গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার গোপীনাথপুর গ্রামে জন্মগ্রহণ করেন। কর্মজীবনে তিনি পানি উন্নয়ন বোর্ডের সহকারী পরিচালক হিসেবে ফরিদপুরে দায়িত্ব পালন করেন। ২০০৩ সালে তিনি অবসরগ্রহণ করেন। ব্যক্তিজীবনে অত্যন্ত সৎ ও ধর্মপ্রাণ এই গুণী ব্যক্তি অবসরের পর হজব্রতও পালন করেন।
মরহুমের পারিবারিক সূত্রে জানা গেছে, একেএম নজরুল ইসলাম বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে, দুই মেয়েসহ অসংখ্য স্বজন, শুভাকাঙ্ক্ষী ও গুণগ্রাহী রেখে গেছেন।
সাংবাদিক হিরনের বাবার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে এলআরএফ। সংগঠনের সভাপতি মাশহুদুল হক ও সাধারণ সম্পাদক মুহাম্মদ ইয়াছিন শোক বার্তায় মরহুমের আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
এমএইচডি/এইচকে