বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের (পিআইবি) সাবেক মহাপরিচালক সাংবাদিক প্রয়াত শাহ আলমগীরের বাবা মো. আবু ইউসুফ সরকার করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।

রোববার (১৮ জুলাই) দুপুরে রাজধানীর সরকারি কর্মচারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিলে ৯৮ বছর।

সাংবাদিক রহমান মুস্তাফিজ ঢাকা পোস্টকে জানান, প্রয়াত আবু ইউসুফ সরকার তার ছেলে শাহ আলমগীর মারা যাওয়ার পর থেকেই নির্বাক হয়ে গিয়েছিলেন। সম্প্রতি তিনি করোনায় আক্রান্ত হন। হাসপাতালে তিনি চিকিৎসাধীন ছিলেন। তার অক্সিজেন লেভেল নিচে নেমে গিয়েছিল। হাসপাতালের আইসিইউতে নেওয়ার প্রস্তুতিকালে তিনি মারা যান।

বাবার সঙ্গে প্রয়াত সাংবাদিক শাহ আলমগীর

রহমান মুস্তাফিজ বলেন, শাহ আলমগীর মহাপরিচালক হিসেবে পিআইবিকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। ২০১৯ সালের ২৮ ফেব্রুয়ারি আমাদের ছেড়ে যান তিনি। আজ তার বাবা মারা গেলেন।

পূর্ব গোড়ান মক্কা মসজিদে জানাজার পর বাদ এশা তাকে দাফন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

পিএসডি/এসকেডি