৩৫ বছরের কম বয়সী ডিআরইউ সদস্যরা টিকার নিবন্ধন করতে পারবেন
করোনার ভ্যাকসিন নিতে আগ্রহী ৩৫ বছরের নিচের সদস্যদের নিবন্ধন করার জন্য চিঠি দিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)।
মঙ্গলবার (১৩ জুলাই) ডিআরইউ সাধারণ সম্পাদক মশিউর রহমান খান স্বাক্ষরিত এক চিঠিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞাপন
এতে বলা হয়, সরকারের স্বাস্থ্য অধিদফতরের মাধ্যমে ‘কোভিড-১৯’ মহামারি মােকাবিলায় স্বাস্থ্য সুরক্ষায় ইতােমধ্যে জাতীয় ভ্যাকসিন প্রয়ােগ কর্মসূচি গ্রহণ করেছে। বিদ্যমান পরিস্থিতিতে সরকারি সুরক্ষা অ্যাপসে ৩৫ বছর বয়সের নিচের কেউ নিবন্ধনের সুযােগ পাচ্ছেন না। তবে ডিআরইউ'র সদস্যদের জন্য বয়সসীমা শিথিলের উদ্যোগ নেওয়া হয়েছে।
এরই অংশ হিসেবে স্বাস্থ্য অধিদফতরের পরামর্শ অনুযায়ী একটি তালিকা প্রস্তুত করা হচ্ছে। ফ্রন্টলাইনার হিসেবে ৩৫ বছর পূর্ণ হয়নি, ডিআরইউ'র এমন সদস্যদের নাম অন্তর্ভূক্ত করা হচ্ছে। ভ্যাকসিন নিতে আগ্রহী ডিআরইউ'র সদস্যদের নাম, প্রতিষ্ঠানের নাম ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) নম্বর ডিআরইউ কার্যালয়ে সরাসরি অথবা infodrubd@gmail.com ই-মেইলে পাঠানাের জন্য অনুরােধ জানানাে যাচ্ছে।
তবে ৩৫ বছরের বেশি বয়সীরা সরাসরি অ্যাপে প্রবেশ করে নিবন্ধন করতে পারবেন। তাদের এই তালিকায় নাম ওঠানাের প্রয়ােজন নেই।
এনএম/জেডএস