করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকার ঘোষিত বিধিনিষেধে জাতীয় প্রেসক্লাব বন্ধ থাকবে।

মঙ্গলবার (৬ জুলাই) জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াস খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে গত ৩০ জুন এক বিজ্ঞপ্তিতে জাতীয় প্রেসক্লাব ৭ জুলাই পর্যন্ত বন্ধ থাকবে বলে ঘোষণা করা হয়েছিল।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারের গৃহীত কঠোর লকডাউনের (বিধিনিষেধ) সিদ্ধান্ত মোতাবেক জাতীয় প্রেসক্লাবের সব সেবা আগামী ৮ জুলাই থেকে ১৪ জুলাই পর্যন্ত বন্ধ থাকবে।

এতে আরও বলা হয়, প্রেসক্লাবের সদস্যদের সাময়িক অসুবিধার জন্য ক্লাব কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে। তবে ক্লাবের নিরাপত্তা ও পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত থাকবে। ক্লাব অফিস সীমিত সময়ের জন্য খোলা থাকবে।

উল্লেখ্য, সোমবার (৫ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, কোভিড-১৯ সংক্রমণের বর্তমান পরিস্থিতি বিবেচনায় পূর্বের সকল বিধিনিষেধ ও কার্যক্রমের ধারাবাহিকতায় ৭ জুলাই মধ্যরাত থেকে ১৪ জুলাই রাত ১২টা পর্যন্ত বিধিনিষেধ আরোপের সময়সীমা বাড়ানো হলো।

এমএইচএন/এইচকে