বিস্ফোরণে সাংবাদিক মাহমুদ মেনন আহত
রাজধানীর মগবাজার ওয়ারলেস গেট এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় আহত হয়েছেন নিউজ পোর্টাল অপরাজেয় বাংলার সম্পাদক মাহমুদ মেনন খান। একই ঘটনায় আহত হয়েছেন অপরাজেয় বাংলার নির্বাহী সম্পাদক পলাশ মাহবুবও। তাদের দুজনকেই প্রাথমিক চিকিৎসা শেষে বাসায় পাঠানো হয়েছে।
রোববার (২৭ জুন) রাত ১০টায় ঢাকা পোস্টকে এ খবর নিশ্চিত করেছেন অপরাজেয় বাংলার একজন সংবাদকর্মী।
বিজ্ঞাপন
বিস্ফোরণের উৎস হিসেবে প্রাথমিকভাবে যে ভবনটি চিহ্নিত করা হয়েছে সেই ভবনের ৩য় তলায় মাহমুদ মেনন খান সম্পাদিত নিউজ পোর্টাল অপরাজেয় বাংলার অফিস অবস্থিত। এই অফিসটিও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।
রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মগবাজারের ওয়্যারলেস গেটের কাছে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফেরণের সময় আগুনের ফুলকি দেখা গেলেও সেখানে আগুন লাগেনি। তবে বিস্ফোরণের মাত্রা এত ভয়াবহ ছিল যে, এটি একই সঙ্গে ৭টি ভবন এবং রাস্তায় থাকা ৩টি বাস ক্ষতিগ্রস্ত করেছে। ঘটনায় অন্তত ৬ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অর্ধ শতাধিক।
জেএস/এইচকে