সাংবাদিক মেহদী আজাদ মাসুমকে হুমকি : ডিআরইউ’র নিন্দা
ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাবেক দপ্তর সম্পাদক ও দৈনিক রূপালী বাংলাদেশ’র বিশেষ প্রতিনিধি মেহদী আজাদ মাসুমকে অনুসরণ, হুমকি ও ফেসবুক পোস্টে অশোভন মন্তব্য করার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ডিআরইউ।
সোমবার (২৫ নভেম্বর) ডিআরইউ সভাপতি সৈয়দ শুকুর আলী শুভ ও সাধারণ সম্পাদক মহিউদ্দিন এই ধরনের ঘটনার প্রতিবাদ ও নিন্দা জানান।
বিজ্ঞাপন
মেহদী আজাদ মাসুম বলেন, দৈনিক রূপালী বাংলাদেশে বিগত সরকারের অত্যন্ত ক্ষমতাধর যুগ্ম সচিব ধনঞ্জয় কুমার দাসের দুর্নীতি-অনিয়ম আর অর্থ লুটপাট নিয়ে গত ২০ ও ২১ অক্টোবর আমার লেখা দুটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়। ধনঞ্জয় কুমার দাস ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর থেকে পলাতক রয়েছেন। কিন্তু আত্মগোপনে থেকেও ধনঞ্জয় কুমার দাস তার লোক দিয়ে বিভিন্ন সময় আমার চলার পথে অনুসরণ ও হুমকি দিয়ে যাচ্ছেন। পাশাপাশি সংবাদ দুটি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেওয়ার পর তিনি অশোভন কমেন্টস করছেন, যা আমার পেশাগত জীবনের জন্য অত্যন্ত সম্মানহানিকর। বিষয়টিতে আমি উদ্বিগ্ন এবং স্ত্রী-সন্তান নিয়ে জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছি। এ বিষয়ে শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
ডিআরইউ নেতৃবৃন্দ বলেন, সংবাদ প্রকাশের জেরে এই ধরনের হুমকি স্বাধীন সাংবাদিকতার অন্তরায়।
এসএইচআর/এমজেইউ