দেশের প্রথম ক্রীড়া নিউজ পোর্টাল হিসেবে নিবন্ধন পেল ‘খেলা ডট কম’
দেশের প্রথম ক্রীড়া বিষয়ক নিউজ পোর্টাল হিসেবে সরকারের নিবন্ধন পেল ‘খেলা ডট কম’।
আজ (বৃহস্পতিবার) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। খেলা ডট কম ছাড়াও নিবন্ধনভুক্ত হয়েছে নিউজ পোর্টাল ঢাকা মেইল।
বিজ্ঞাপন
দেশের ক্রীড়াপ্রেমী পাঠকদের জন্য আরও একটি নতুন দিগন্তের সূচনা করতে যাচ্ছে খেলা ডট কম। বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে আরও বিস্তৃতভাবে তুলে ধরা এবং খেলাধুলার ক্ষেত্রে নির্ভুল ও বিশ্বাসযোগ্য সংবাদ পরিবেশনের লক্ষ্যে যাত্রা শুরু হয়েছে পোর্টালটির।
ফুটবল, ক্রিকেট, হকি, ব্যাডমিন্টনসহ অন্যান্য স্থানীয় ও আন্তর্জাতিক খেলার খুঁটিনাটি প্রতিদিনের খবর থেকে শুরু করে বিশেষ প্রতিবেদন, সাক্ষাৎকার, এবং বিশ্লেষণমূলক কন্টেন্টের মাধ্যমে পাঠকদের সামনে উপস্থাপন করার পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির।
উদ্যোক্তাদের প্রত্যাশা ক্রীড়া সাংবাদিকতায় নতুন মাত্রা যোগ করা এবং বিশ্বমানের ক্রীড়া সাংবাদিকতার আদর্শ অনুসরণ করা। নিবন্ধনপ্রাপ্তি খেলা ডট কমকে আরো গ্রহণযোগ্যতা এনে দেবে এবং পাঠকদের সামনে একটি নির্ভরযোগ্য ক্রীড়া সংবাদমাধ্যম হিসেবে অবস্থান আরও শক্তিশালী করবে বলে প্রত্যাশা।