যুগান্তরের স্টাফ রিপোর্টার ইকবাল হাসান ফরিদ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। তাকে রাজধানীর হাইটেক মাল্টিকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার (১৬ মে) বিকেল সাড়ে ৩টায় বাসা থেকে অফিসে যাওয়ার পথে বনানী এলাকায় বেপরোয়া একটি প্রাইভেটকারের ধাক্কায় গুরুতর আহত হন তিনি।
 
জানা গেছে, দুর্ঘটনায় তার ঘাড় মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। হাসপাতালে ভর্তির পর তার একটি অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। 

ফরিদের সহকর্মী যুগান্তরের স্টাফ রিপোর্টার আহমদুল হাসান আশিক ঢাকা পোস্টকে জানান, ফরিদ দুপুরে মোটরসাইকেলযোগে মিরপুর ৬০ ফিট এলাকার বাসা থেকে অফিসের উদ্দেশ্যে রওনা দেন। তিনি বনানী এলাকায় পৌঁছলে পেছন দিক থেকে একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ ২৫-৭৩৭৫) বেপরোয়া গতিতে তাকে ধাক্কা দেয়। ফরিদ এ সময় মাটিতে ছিটকে পড়লে প্রাইভেটকারটি তাকে চাপা দেয়। 

তিনি বলেন, প্রাইভেটকারের একটি চাকা তার ডান হাতের ওপর দিয়ে যায়। এতে তার ডান ঘাড়ের জয়েন্ট মারাত্মভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্ঘটনার পরপরই প্রাইভেটকারটি আটক করেন সেখানে দায়িত্বরত আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। বেপরোয়াভাবে গাড়িটি চালাচ্ছিলেন আনুমানিক ১৮-১৯ বছরের ‌সৈয়দ মুহাম্মদ বখ‌তিয়ার নামে এক তরুণ। 

ফরিদ যুগান্তরে অপরাধ বিষয়ে রিপোর্টিং করেন। তিনি বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) সদস্য।

এআর/জেডএস