জাতীয় প্রেস ক্লাবের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষ্যে প্রেস ক্লাব ভবন ও প্রাঙ্গণে নান্দনিক আলোকসজ্জা করা হয়।

রোববার (২০ অক্টোবর) কেক কেটে, সাংস্কৃতিক অনুষ্ঠান, নৈশভোজ এবং আকর্ষণীয় র‍্যাফেল ড্রয়ের মাধ্যমে দিনটি উদযাপন করা হয়। এদিন বিকেল থেকে বিপুল সংখ্যক সদস্যের পদচারণায় মুখর হয়ে উঠে ক্লাব আঙিনা।

সন্ধ্যা ৬টায় তথ্য উপদেষ্টা মো. নাহিদ ইসলাম এবং প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্যরা কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন। স্বাগত বক্তব্য রাখেন ক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া। তথ্য উপদেষ্টার শুভেচ্ছা বক্তব্যের পর জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ সমাপনী বক্তব্য রাখেন।

সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন বরেণ্য শিল্পী ফেরদৌস আরা, কনক চাঁপা, উল্কা হোসেন, আলম আরা মিনু, শাহরিয়ার রাফাত, ইবনে রাজন প্রমুখ। অনুষ্ঠানে সম্পাদক, সিনিয়র সাংবাদিক এবং ক্লাবের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।

এমএইচএন/জেডএস