টানা বর্ষণ ও ভারত থেকে আসা পানিতে সৃষ্ট বন্যায় তলিয়ে গেছে ফেনী, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, লক্ষ্মীপুর ও খাগড়াছড়িসহ ৮ জেলার বিভিন্ন এলাকা। এতে করে মানবিক বিপর্যয়ে পড়েছেন সেখানকার মানুষ। বন্যার্ত এসব মানুষকে সহযোগিতায় নিজেদের বেতনের একদিনের অর্থ প্রদান করেছেন অনলাইন সংবাদমাধ্যম ঢাকা পোস্টের কর্মীরা।

বৃহস্পতিবার রাতে ঢাকা পোস্টের কর্মীরা বন্যার্তদের জন্য একদিনের বেতন দিয়ে ত্রাণ বিতরণের উদ্যোগ নেন। প্রতিষ্ঠানটির সারা দেশের প্রতিনিধিরাও এই কার্যক্রমে অংশ নিয়েছেন। 

ঢাকা পোস্টের সম্পাদক মহিউদ্দিন সরকার জানান, সারাদেশে বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়াতে ঢাকা পোস্টের সকল কর্মী তাদের একদিনের বেতন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। বন্যার্তদের ত্রাণ বিতরণের জন্য ইতিমধ্যে ঢাকা পোস্ট একটি টিম গঠন করেছে। টিমের সদস্যরা শুক্রবার থেকে ফেনীসহ দেশের বিভিন্ন বন্যা কবলিত স্থানে অগ্রাধিকার ভিত্তিতে ত্রাণ বিতরণ করবে।

এআর/এমটিআই