ঢাকা সাংবাদিক ইউনিয়নের সদস্য মুজিবুর রহমান চৌধুরী আর নেই। চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বৃহস্পতিবার (২২ আগস্ট) ভোর চারটায় রাজধানীর শাহবাগে বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মুজিবুর রহমান ঢাকাস্থ রাজশাহী বিভাগ সাংবাদিক সমিতির সভাপতি ও বাংলাদেশ প্রতিদিনের সিনিয়র সাব-এডিটর। 

ঢাকাস্থ রাজশাহী বিভাগ সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক দীপক দেব সংবাদ মাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। 

মুজিবুর রহমান চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন তিনি। একইসঙ্গে সবাইকে তার আত্মার শান্তি কামনায় দোয়া ও প্রার্থনা করার অনুরোধ করেন।

এমএসএ