যাত্রাবাড়ীতে একাত্তর টিভির সিনিয়র রিপোর্টার নাদিয়া শারমিন ও ক্যামেরাপার্সন সৈয়দ রাশেদুল হাসান গুলিবিদ্ধ হয়েছেন।

বৃহস্পতিবার যাত্রাবাড়ী জনপদ মোড়ে ফ্লাইওভারের নিচে টোল প্লাজার দিকে শিক্ষার্থী-পুলিশ সংঘর্ষের সময় তারা গুলিবিদ্ধ হন।

বর্তমানে তারা ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন আছেন।

ঢামেক ক্যাম্প পুলিশের ইনচার্জ ইন্সপেক্টর বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

নাদিয়া শারমিন জানান, দুপুর ১টার দিকে পুলিশের সঙ্গে সংঘর্ষের সময় তারা পেশাগত দায়িত্ব পালন করছিলেন। হঠাৎ পুলিশের ছোড়া ছররা গুলি দেওয়ালে লেগে আমাদের শরীরে লাগে। 

নাদিয়ার গলার ডান পাশে, বাম হাতে এবং ডান পায়ে গুলি লেগেছে।

একইসময়ে একাত্তরের ক্যামেরাপার্সন সৈয়দ রাশেদুল হাসান গলার নিচে একটি গুলি লাগে।

এআর/এনএফ