জাতীয় প্রেস ক্লাবে ফল উৎসব শনিবার
বরাবরের মতো এবারও ফল উৎসব ও বাউল গানের আসরের আয়োজন করেছে জাতীয় প্রেস ক্লাব। আগামী শনিবার এই উৎসব অনুষ্ঠিত হবে। এতে জাতীয় প্রেস ক্লাবের সদস্যরা অংশগ্রহণ করবেন।
বৃহস্পতিবার (১১ জুলাই) সংবাদ মাধ্যমে জাতীয় প্রেস ক্লাবের সাংস্কৃতিক উপ-কমিটির আহ্বায়ক সীমান্ত খোকনের পাঠানো বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
বিজ্ঞাপন
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী শনিবার (১৩ জুলাই) ফল উৎসব ও বাউল গানের আয়োজন করেছে জাতীয় প্রেস ক্লাব। ফল উৎসবে গান পরিবেশন করবেন দেশের জনপ্রিয় বাউল শিল্পীরা। জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে ফল উৎসব চলবে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত।
এমএইচএন/এসকেডি