বগুড়া জার্নালিস্ট ফোরাম, ঢাকার নবগঠিত কমিটি (২০২৪-২৬) অভিষেকের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছে।

শুক্রবার (৩১ মে) রাতে সংগঠনের নতুন কমিটির অভিষেক ও বিদায়ী কমিটির সংবর্ধনা অনুষ্ঠান রাজধানী ঢাকার কাওরানবাজারে বাংলাদেশ টেক্সটাইল মিলস কর্পোরেশন (বিটিএমসি) ভবনের রেইনি রুফ রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। নতুন কমিটির সভাপতি এহসান পারভেজ তুহিনের সভাপতিত্বে শুরু হয় অনুষ্ঠানের কার্যক্রম।

প্রথমে নতুন কমিটির সব সদস্যদের পরিচয় করিয়ে দেওয়া হয়। আর দক্ষতা ও নিষ্ঠার সাথে দীর্ঘদিন দায়িত্ব পালন করার জন্য বিদায়ী কমিটির সবাইকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এ সময় বগুড়া জার্নালিস্ট ফোরামের প্রতিষ্ঠাতা সদস্য দৈনিক করতোয়া পত্রিকার বিশেষ প্রতিবেদক ও বীর মুক্তিযোদ্ধা প্রয়াত সৈয়দ আহমেদ অটলের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ন্যাশনাল এগ্রিকেয়ার গ্রুপ অ্যান্ড ওয়ান ফার্মা লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক একেএম মোস্তাফিজুর রহমান, সিআইপি বলেন, আশা করি বগুড়া জার্নালিস্ট ফোরাম সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ দেশবাসীর সামনে তুলে ধরবে। 

বগুড়ার ইতিহাস, ঐতিহ্যের কথা দেশের মানুষের কাছে উপস্থাপন করার আহ্বান জানান। এই সংগঠনের পাশে থাকার আশ্বাস দেন মোস্তাফিজুর রহমান সিআইপি।

বগুড়া জার্নালিস্ট ফোরামের উপদেষ্টা দৈনিক করতোয়ার সম্পাদক মোজাম্মেল হক লালু এই সংগঠন সামনে আরও সুন্দর হবে সেই কামনা করেন।

এছাড়া অনুষ্ঠানে উপদেষ্টা আসিসুর রহমান শুভ, মাহমুদ হাসান ও উত্তম চক্রবর্তী উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন। বর্তমান সভাপতি এহসান পারভেজ তুহিন ও সাধারণ সম্পাদক হাবিব রহমান বগুড়া জার্নালিস্ট ফোরামের ৭ সদস্য বিশিষ্ট উপদেষ্টা মণ্ডলীর নাম ঘোষণা করেন। পরিশেষে উপস্থিত অতিথিরা বগুড়া জার্নালিস্ট ফোরাম, ঢাকাকে সামনে এগিয়ে নিতে একতাবদ্ধ হয়ে কাজ করার প্রত্যয় জানান।

এসএইচআর/এনএম/এমএ