দেশের কৃষি ও কৃষি প্রক্রিয়াজাত খাত নিয়ে কাজ করা সাংবাদিকদের সম্মাননা জানাতে এবং এ খাতের উন্নয়নে চালু হচ্ছে ইআরএফ-প্রাণ মিডিয়া অ্যাওয়ার্ড। এ উদ্যোগের মাধ্যমে ২০২৪ সালে কৃষি ও কৃষি প্রক্রিয়াজাত খাতের উপর সেরা রিপোর্টের জন্য প্রিন্ট, অনলাইন, টেলিভিশন- এ তিন ক্যাটাগরিতে ৭ সাংবাদিককে পুরস্কৃত করা হবে।

মঙ্গলবার (৩০ এপ্রিল) রাজধানীর পল্টনে ইকোনমিক রিপোটার্স ফোরামের (ইআরএফ) কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ অ্যাওয়ার্ড নিয়ে বিস্তারিত জানানো হয়। প্রাণ ও ইআরএফ যৌথভাবে এ অ্যাওয়ার্ড প্রদান করবে।

দেশের কৃষি প্রক্রিয়াজাত খাতের পথিকৃৎ ‘প্রাণ’র এ উদ্যোগে চলতি বছরের পহেলা মে থেকে ৩১ জুলাই পর্যন্ত প্রাপ্ত প্রতিবেদন থেকে পাঁচ সদস্যের জুরি বোর্ডের মাধ্যমে যাচাই বাছাই শেষে বছরের সেরা ৭ প্রতিবেদককে পুরস্কৃত করা হবে।

আধুনিক কৃষি ও বাজারজাতকরণের টেকসই ব্যবস্থা, মানসম্মত কৃষিপণ্য উৎপাদন ও সমন্বিত কৃষি ব্যবস্থা, কৃষি ও কৃষকদের উন্নয়নে অ্যাগ্রো প্রসেসিং খাতের প্রসার, কৃষি ও কৃষি প্রক্রিয়াজাত খাতের অগ্রগতি, সমস্যা ও সম্ভাবনা, নতুন বিনিয়োগও কর্মসংস্থান, কৃষি প্রক্রিয়াজাত খাতের সরবরাহ ব্যবস্থা, এ খাতের রপ্তানি, সমস্যা ও সম্ভাবনাসহ কৃষি প্রক্রিয়াজাত খাত নিয়ে করা সেরা প্রতিবেদনগুলো এ উদ্যোগের মাধ্যমে পুরস্কৃত করা হবে বলে জানানো হয় আয়োজিত সংবাদ সম্মেলনে।

এ সময় প্রাণ-আরএফএল গ্রুপের বিপণন পরিচালক কামরুজ্জামান কামাল বলেন, কৃষি প্রক্রিয়াজাত খাত অত্যন্ত সম্ভাবনাময় একটি খাত। কৃষি নির্ভরশীল দেশে এ খাত সঠিক দিক নির্দেশনা পেলে দেশের অর্থনৈতিক উন্নয়নে আরও বড় ভূমিকা রাখতে পারে। এ খাত পোশাক শিল্পের পর রপ্তানিতে বড় খাত হয়ে উঠছে।

তিনি বলেন, প্রাণ সবসময় কৃষি ও কৃষকের উন্নয়নে কাজ করেছে। যার মাধ্যমে এ কোম্পানি এখন বিশ্বের ১৪৫টি দেশে পণ্য রপ্তানি করছে। ১ লাখ ১৫ হাজার কৃষক প্রাণকে পণ্য সরবরাহ করছে। আমাদের সঙ্গে সরাসরি ১ লাখ ৪৫ হাজার কর্মী কাজ করছে, যার মধ্যে বিদেশে কর্মরত পাঁচ হাজার।

কামরুজ্জামান কামাল বলেন, প্রাণ অনেক আগেই বুঝতে পেরেছে কৃষিতে বিনিয়োগ করলে দেশের উন্নয়ন হবে। এখন এ খাতকে আরও এগিয়ে নিতে সাংবাদিকরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। এ ধরনের উদ্যোগ নিতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত।

ইআরএফ সভাপতি রেফায়েত উল্লাহ মীরধা বলেন, আমাদের অর্থনীতি পোশাক শিল্পকে ধরে এগিয়ে যাচ্ছে। কিন্তু এ শিল্পের কাঁচামাল আমদানি নির্ভর। কিন্তু কৃষি প্রক্রিয়াকরণে শতভাগ ভ্যালু এ্যাড হচ্ছে। যে কারণে এ খাত অত্যন্ত সম্ভাবনাময়।  

তিনি বলেন, কৃষি ও কৃষি প্রক্রিয়াজাত খাত রিপোটিংয়ে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। এ খাতের উপর প্রতিবেদনে যেমন কৃষক উপকৃত হন, তেমনি দেশের কৃষি প্রক্রিয়াজাত খাতের ব্যবসায়ীরাও উপকৃত হন, পাশাপাশি দেশের অর্থনীতি এগিয়ে যেতে ব্যাপক ভূমিকা রাখে।

ইআরএফ এর সাধারণ সম্পাদক আবুল কাশেম এর সঞ্চালনায় সংবাদ সম্মেলনে সংগঠনটির কার্যনির্বাহী সদস্য ও প্রাণ- আরএফএল গ্রুপের জনসংযোগ বিভাগের প্রধান তৌহিদুজ্জামানসহ গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এসআই/পিএইচ