উত্তরসূরিতে বসেছিল সাতকানিয়া-লোহাগাড়ার সাংবাদিকদের মিলনমেলা
ঘুম থেকে উঠে গাড়ি ধরার প্রতিযোগিতা। গন্তব্য চট্টগ্রামের পটিয়া উপজেলার উত্তরসূরি রিসোর্ট। নয়নাভিরাম বাড়িটি সবুজের মায়ায় মোড়ানো। একদিকে আভিজাত্য, অন্যদিকে ঐতিহ্য। যেখানেই বসেছিল চট্টগ্রামে কর্মরত সাতকানিয়া-লোহাগাড়া উপজেলার সাংবাদিকদের মিলনমেলা।
রোববার (২৮ এপ্রিল) দুপুরের আগেই সাংবাদিকরা সেখানে পৌঁছান। যাওয়ার পথে কমলার সঙ্গে ছিল হোমমেড শিঙারা ও চিকেন রোল। দুপুরের খাবারের মেন্যুতেও ছিল বাঙালিয়ানার ছাপ। জিভে জ্বল আনা শুঁটকি ভর্তার সঙ্গে হেলেঞ্চা আর কুমড়া শাক। ডাল আর আলু ভর্তার সঙ্গে এদিন পাতে উঠেছিল দেশি মুরগি, কাতল মাছ আর চিংড়ির দোপেয়াজা। খাবার শেষে পরিবেশন করা হয় ঘরে তৈরি লাবাং।
বিজ্ঞাপন
খাবার শেষে উত্তরসূরি বাসভবনের ড্রয়িং রুমে শুরু হয় পরিচিত পর্ব ও আড্ডা। যেখানে প্রাধান্য ছিল সাতকানিয়া লোহাগাড়ার সমস্যা ও সম্ভাবনা। এলাকার সংকটে ও উন্নয়নে চট্টগ্রামে কর্মরত সাংবাদিকরা ভূমিকা রাখতে পারে সেটি নিয়ে চলে আলোচনা। এতে উপস্থিত সবাই অংশ নেন এবং যে যার যার মতামত দেন। সংগঠনকে কীভাবে এগিয়ে নেওয়া যায় সেটিই ছিল অন্যতম বিষয়বস্তু।
সুন্দর আয়োজনের জন্য এসময় কমিটির লোকজনকে ধন্যবাদ জানান। আলোচনা সভা শেষে শুরু হয় র্যাফেল ড্র। তবে এটিও ছিল একটু ব্যতিক্রম। এতে পুরস্কার পেয়েছেন সবাই। এরপর কমিটি গঠন নিয়ে আলোচনা হয়। উপস্থিত সবাই দায়িত্বে থাকা সভাপতি হোসাইন তৌফিক ইফতেখার এবং সাধারণ সম্পাদক মিজানুল ইসলামকে দায়িত্বে বহাল রাখার পক্ষে। তবে এ দুজন চাচ্ছিলেন দায়িত্ব হস্তান্তর করতে। শেষ পর্যন্ত সেটিই হয়েছে।
দায়িত্বে থাকা সভাপতি ও সাধারণ সম্পাদকের পরামর্শ এবং উপস্থিত সদস্যদের সম্মতিক্রমে নতুন করে দৈনিক প্রতিদিনের বাংলাদেশের চট্টগ্রাম ব্যুরো প্রধান এস এম রানাকে সভাপতি ও দ্যা বিজনেস স্ট্যান্ডার্ডের সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট ওমর ফারুককে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়। এছাড়া কমিটির অন্যান্য সদস্যদের নাম ঘোষণা করা হয়।
বিকেল গড়াতেই উত্তরসূরির উঠানে বিতরণ করা হয় র্যাফেল ড্র-এর পুরস্কার এবং শুভেচ্ছা উপহার। এরপর পরিবেশন করা হয় ডুবো তেলে ভাজা পেঁয়াজু এবং লুচির সঙ্গে ছানার মিষ্টি। উত্তরসূরির স্পেশাল চায়ে চুমুক দিতে দিতে বিকেলটা কীভাবে গড়িয়ে যায় টের পাননি অনেকেই।
আয়োজন সম্পর্কে লোহাগাড়া উপজেলার বাসিন্দা ও বাংলানিউজের স্টাফ করেসপন্ডেন্ট মিনহাজুল ইসলাম বলেন, আমরা একই এলাকার বাসিন্দা ভিন্ন ভিন্ন প্রতিষ্ঠানে কাজ করি। দীর্ঘদিন পর মিলনমেলা। সবকিছু অসাধারণ। বিশেষ করে দুপুরের খাবার। এলাকার সবার সঙ্গে আড্ডা স্মৃতির মানসপটে ভেসে থাকবে বহুদিন। আমরা এমন আয়োজনের ধারাবাহিকতা চাই।
সাতকানিয়া-লোহাগাড়া সাংবাদিক ফোরামের ব্যানারে এ মিলনমেলা অনুষ্ঠিত হয়। সংগঠনটির সভাপতি চট্টগ্রাম প্রতিদিনের সম্পাদক হোসাইন তৌফিক ইফতিখারের সভাপতিত্বে এতে আগামী দুই বছরের জন্য ১৩ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়। সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়া কমিটিতে মিজানুল ইসলাম (দৈনিক যুগান্তর) ও সরওয়ার আমিন বাবুকে (এশিয়ান টিভি) সহ-সভাপতি, ইফতেখার ফয়সালকে (প্রথম আলো) যুগ্ম সাধারণ সম্পাদক, মিজানুর রহমানকে (দৈনিক পূর্বকোণ) সাংগঠনিক সম্পাদক, সরওয়ার কামালকে অর্থ সম্পাদক, মো. মিজানুর রহমানকে (ঢাকা পোস্ট) দপ্তর সম্পাদক, মিনহাজুল ইসলামকে (বাংলানিউজ) প্রচার সম্পাদক এবং জয়া শর্মাকে ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মনোনীত করা হয়।
এছাড়া কমিটিতে নির্বাহী সদস্য হিসেবে স্থান পেয়েছেন সুজন আচার্য্য (বাংলা টিভি), শরীফুল ইসলাম রুকন (একুশে পত্রিকা) ও নবাব মিয়া (এখন টিভি)।
সংগঠনের সদ্য বিদায়ী সভাপতি হোসাইন তৌফিক ইফতিখার বলেন, আমরা নিজেরা বিভিন্ন সাংবাদিক সংগঠনের সঙ্গে জড়িত। এরপরও নাড়ির টানে এই সংগঠন প্রতিষ্ঠা করা হয়েছে। এলাকার সবাই একত্রে মিলেমিশে থাকার আমরা এই প্ল্যাটফর্ম তৈরি করেছি। আমরা এলাকার উন্নয়নে কাজ করব। এলাকায় অপরাধ দমনে কলম ধরব। সবমিলিয়ে এলাকা ভালো থাকলে আমরাও ভালো থাকব।
সদ্য বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক মিজানুল ইসলাম বলেন, আগামী দিনে সবাই মিলে আমরা যার যার অবস্থান থেকে সংগঠন ও এলাকার জন্য ভালো কিছু করার চেষ্টা করে যাব।
অনুষ্ঠানে সদ্য বিদায়ী সভাপতি হোসাইন তৌফিক ইফতিখার ও সাধারণ সম্পাদক মিজানুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এমআর/এসকেডি