১৮তম মীনা মিডিয়া অ্যাওয়ার্ডসে শিশু সংক্রান্ত বিষয়াবলি নিয়ে অসাধারণ প্রতিবেদন করার জন্য তিনজন শিশু সাংবাদিকসহ মোট ১৫ জন বাংলাদেশি সাংবাদিককে পুরস্কৃত করেছে ইউনিসেফ। 

মীনা মিডিয়া অ্যাওয়ার্ডস শুরু হয় ২০০৫ সালে। তখন থেকে গণমাধ্যমে (প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অনলাইন সংবাদমাধ্যম) প্রকাশিত দারুণ সব সাংবাদিকতাকে স্বীকৃতি দেওয়ার মাধ্যমে শিশু অধিকার প্রতিষ্ঠার কাজকে এগিয়ে নিতে ভূমিকা রাখছে এই পুরস্কার। এই অ্যাওয়ার্ডসের মাধ্যমে শিশু সাংবাদিকদের কাজকেও স্বীকৃতি ও অনুপ্রেরণা দেওয়া হয়।

মীনা মিডিয়া অ্যাওয়ার্ডসের এই ১৮তম আসরে, জাতীয় ও আঞ্চলিক পর্যায়ের প্রিন্ট, ফটো ও ভিডিও সাংবাদিকদের কাছ থেকে এক হাজারের বেশি কাজ জমা পড়েছে। গত বছর যেখানে জমা পড়েছিল ৩০০টি, সেখানে এবারের সংখ্যা তার চেয়ে প্রায় তিন গুনেরও বেশি।

সোমবার (২২ এপ্রিল) বিকেলে রাজধানীর সোনারগাঁও হোটেলের গ্র্যান্ড বলরুমে এ বছর মীনা মিডিয়া অ্যাওয়ার্ডস দেওয়া হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী পুরস্কার বিজয়ীদের অভিনন্দন জানিয়ে বলেন, শিশুদের প্রয়োজনগুলো সবার সামনে তুলে ধরার ক্ষেত্রে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। শিশু সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে তাদের অন্তর্দৃষ্টিমূলক বিশ্লেষণ, সমাজ ও নীতিনির্ধারক উভয়ের জন্য গুরুত্বপূর্ণ পথনির্দেশনা হিসেবে কাজ করে। যার ফলে শিশু অধিকারগুলো নিশ্চিতে কার্যকরী পদক্ষেপ নেওয়া সহজ হয়।

তিনি বলেন, পুরস্কারবিজয়ী ও পুরস্কারের জন্য মনোনীত সাংবাদিকেরা যে গল্প তুলে ধরেছেন, তাতে শিশু ও তাদের জীবনের ওপর প্রভাব বিস্তারকারী নানা জরুরি বিষয় উঠে এসেছে। যেমন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্ত শিশুর পরিস্থিতি; পিরিয়ডকালীন পরিষ্কার-পরিচ্ছন্নতা মেনে চলার ক্ষেত্রে কন্যাশিশুদের চ্যালেঞ্জসমূহ; পথশিশুদের অবস্থা এবং প্রান্তিক জনগোষ্ঠীর শিশুদের গল্প।  

বাংলাদেশে ইউনিসেফের রিপ্রেজেন্টেটিভ শেলডন ইয়েট বলেন, প্রতিবেদন, ফটো ও ভিডিও সাংবাদিকদের যে কাজগুলো আমরা দেখলাম, সেগুলো শিশুদের জীবনে কেবল কী প্রয়োজন তাই তুলে ধরেনি, বরং তাদের জীবন আরও সুন্দর করে গড়ে তোলার জন্য কী কী করণীয়... সেদিকেও আলোকপাত করেছে। আজকে, মীনা মিডিয়া অ্যাওয়ার্ডসের মাধ্যমে বিজয়ীদের সম্মান জানানোর এই সুবর্ণ ক্ষণে, আমরা শিশুদের কথাগুলো শোনার, তাদের স্বপ্ন পূরণের সুযোগ করে দেওয়ার এবং তাদের অধিকারগুলোর নিশ্চিত করার আমাদের যে অঙ্গীকার রয়েছে, তা পুনর্ব্যক্ত করছি।

নয় সদস্যের একটি বিশেষজ্ঞ বিচারক প্যানেল ১২টি ক্যাটাগরিতে (শ্রেণিতে) মনোনীত ৬৫ জনের মধ্য থেকে পুরস্কার বিজয়ীদের নির্বাচিত করেছেন। এই বিচারক প্যানেলে দেশের শীর্ষস্থানীয় সৃজনশীল লেখক, গণমাধ্যম (প্রিন্ট ও ইলেকট্রনিক সংবাদমাধ্যম) ব্যক্তিত্ব, ফটোগ্রাফার (আলোকচিত্রী) ও অধ্যাপকেরা রয়েছেন। পক্ষপাতহীন বিচার কার্যক্রম নিশ্চিত করার জন্য প্রতিটি আবেদনের ক্ষেত্রে নামের পরিবর্তে নিৰ্দিষ্ট কোড ব্যবহার করা হয়েছে। 

এই বিচারক প্যানেলের একজন সদস্য এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. গীতিআরা নাসরিন বলেন, মীনা মিডিয়া অ্যাওয়ার্ডস প্রতি বছর আমাদের শিশুদের অধিকার রক্ষার গুরু দায়িত্বের কথা স্মরণ করিয়ে দেয়। আমি আত্মবিশ্বাসী যে, সম্ভাবনাময় শিশু সাংবাদিকসহ আমাদের সাংবাদিক কমিউনিটি, বাংলাদেশে শিশুদের জীবনের ওপর প্রভাব বিস্তারকারী জরুরি বিষয়গুলো নিয়ে তাদের এই লেখা চালিয়ে যাবেন।

ইউনিসেফ মীনা মিডিয়া অ্যাওয়ার্ডসের নামকরণ করা হয়েছে ‘মীনা’ কার্টুন চরিত্রকে কেন্দ্র করে। ইউনিসেফের তৈরি ছোট মেয়ের এই কার্টুন চরিত্রটি বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন প্রান্তের শিশু ও বড়দের কাছে বেশ জনপ্রিয়। ‘মীনা’ শিশুদের অধিকার নিয়ে কথা বলে এবং শিশুদের প্রতি বড়দের দায়িত্ব কী, তা তুলে ধরে। ১৯৯৩ সাল থেকে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন জায়গায় এই কার্টুনটি সম্প্রচারিত হয়ে আসছে।

পুরস্কার প্রদান এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দ্য ডেইলি স্টার পত্রিকার সম্পাদক মাহফুজ আনাম, বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক ড. মো. জাহাঙ্গীর আলম; শিক্ষাবিদ, ঔপন্যাসিক ও শিশুদের গল্প লেখক ড. মুহম্মদ জাফর ইকবাল, ঢাকা ট্রিবিউনের নির্বাহী সম্পাদক রিয়াজ আহমেদ এবং চলচ্চিত্র নির্মাতা ও পাঠশালা ইনস্টিটিউটের প্রভাষক শামীম আখতার। এছাড়া উপস্থিত ছিলেন ইউনিসেফের ন্যাশনাল অ্যাম্বাসেডর বিদ্যা সিনহা মীম, ইউনিসেফের চাইল্ড অ্যাডভোকেটস এবং বিভিন্ন দাতা সংস্থা ও গণমাধ্যমের প্রতিনিধিরা।

ইউনিসেফ মীনা অ্যাওয়ার্ডস ২০২৩-এর বিচারকরা

•    নাসির আলী মামুন, পোট্রেইট ফটোগ্রাফার 
•    আবির আবদুল্লাহ, ফটোগ্রাফার এবং আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকার প্রশিক্ষক 
•    জান্নাতুল মাওয়া, ফটোগ্রাফার ও অ্যাক্টিভিস্ট
•    রুমা পাল, ব্যুরো চিফ, থমসন রয়টার্স বাংলাদেশ
•    সিরাজুল ইসলাম কাদির, সাবেক ব্যুরো চিফ, রয়টার্স ইন বাংলাদেশ
•    ড.  গীতিআরা নাসরিন, অধ্যাপক, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়
•    শফিকুল আলম, ব্যুরোপ্রধান, এএফপি
•    রফিকুর রহমান, সিনিয়র মাল্টিমিডিয়া জার্নালিস্ট, থমসন রয়টার্স
•    ড. কাজলী শেহরীন ইসলাম, সহযোগী অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়

ইউনিসেফ মীনা মিডিয়া অ্যাওয়ার্ডস ২০২৩ বিজয়ীরা (১৮ বছর ও তদূর্ধ্ব) 
•    আহমদুল হাসান, প্রথম আলো, সরকারি প্রাথমিক বিদ্যালয় গরিবই রয়ে গেল (প্রিন্ট সাংবাদিকতা- শিক্ষা ও শিশু)।
•    মো. সাজিদ হোসেন, প্রথম আলো, আগুন কবলিত ভবন থেকে শিশুকে উদ্ধার (ফটো সাংবাদিকতা)।
•    মো. বনি আমিন, যমুনা টেলিভিশন, ঝরে পড়া শিক্ষার্থীদের নিয়ে হরিলুট (ভিডিও সাংবাদিকতা)।
•    মো. সবুজ মাহমুদ, ইন্ডিপেনডেন্ট টেলিভিশন, শিশু কেনা-বেচা, (ভিডিও সাংবাদিকতা)।
•    মো. রাকিবুল হাসান তামিম, ঢাকা পোস্ট, ‘পিরিয়ড জটিলতা: পরিবর্তনের দূত হয়ে কিশোরীদের পাশে কিশোরীরা' (প্রিন্ট সাংবাদিকতা-পরিবর্তনের দূত শিশু)।
•    মো.  জসীম উদ্দীন, ঢাকা পোস্ট, নিরাপত্তার অজুহাত: বয়ঃসন্ধিই যেন ‘কাল’ রোহিঙ্গা কন্যাশিশুদের, (প্রিন্ট সাংবাদিকতা-রোহিঙ্গা শরণার্থী শিশু)।
•    মুছা মল্লিক, ঢাকা পোস্ট, বিদ্যালয়ে অপরিচ্ছন্ন শৌচাগার, নীরব মহামারিতে কিশোরীরা, (প্রিন্ট সাংবাদিকতা-ঝুঁকিতে শিশুরা)
•    নজরুল ইসলাম, ঢাকা পোস্ট, করোনা-যুদ্ধ-আইনের ফাঁক : দিন দিন লম্বা হচ্ছে বাল্যবিবাহের মিছিল, (প্রিন্ট সাংবাদিকতা- জেন্ডার সমতা)।

•    রবিউল আলম, ঢাকা নোট, ‘Manta and Erosion-Hit Children Grapple with Endless Identity Crisis, Thousands Drop Out” (প্রিন্ট সাংবাদিকতা- শিক্ষা ও শিশু)।
•    সাধন কুমার সরকার, দৈনিক প্রতিদিনের বাংলাদেশ, শিশুরা যখন জলবায়ু পরিবর্তনের বলি  (প্রিন্ট সাংবাদিকতা- জলবায়ু পরিবর্তন ও শিশু)।
•    শারমিন রিমা, সিভয়েস ২৪ ডটকম, কার দোষে ওরা ‘বড় অপরাধী’?
•    উদিসা ইসলাম, বাংলা ট্রিবিউন, কোথা থেকে আসে কোথায় হারায়, সে হিসাব নেই যে শিশুদের,  (প্রিন্ট সাংবাদিকতা- শিশু অধিকার)।

ইউনিসেফ চিলড্রেনস মীনা মিডিয়া অ্যাওয়ার্ডস ২০২৩ বিজয়ীরা (১৮ বছরের নিচে)
•    মো. সাফায়েত হোসেন শান্ত, দৈনিক আজকের সুন্দরবন, “Inspiration to Survive the Extreme” (আলোকচিত্র সাংবাদিকতা)
•    মো. মুজাহিদ  ইসলাম, এটিএন বাংলা, যশোরের যৌনপল্লির ৫০ জন শিশু কিশোররা মায়ের পেশা ধরেই কি এই পেশাতে জড়িয়ে পড়বে, (ভিডিও সাংবাদিকতা)।
•    মো. নাঈম ইসলাম, ইকোনোমিকনিউজ২৪ডটকম, “Transgender childhood is the name of a Terror” (প্রিন্ট সাংবাদিকতা)।

সম্পাদকদের জন্য নোট:
ইউনিসেফ মীনা মিডিয়া অ্যাওয়ার্ডস ২০২৩ এর জন্য মনোনীতদের পুরো তালিকা
                               ১৮ বছর ও তদূর্ধ্ব

ফটো সাংবাদিকতা:
•    দীপু মালাকার, প্রথম আলো, মা-মেয়েকে আলাদা করেছে ডেঙ্গু
•    দীপু মালাকার, প্রথম আলো, কাজের ফাঁকে ছুটি পাওয়ায় সাত বছরের মেয়ে লামিয়াকে নিয়ে বাইসাইকেলে করে ঘুরতে বেরিয়েছিলেন মো. শহীদ
•    মারুফ রহমান, দৈনিক দেশ রূপান্তর,  জীবন এমনও হয় 
•    মো. সাজিদ হোসেন, প্রথম আলো, আগুন কবলিত ভবন থেকে শিশুকে উদ্ধার
•    মহুবার রহমান, দৈনিক দেশ রূপান্তর,  প্রিজন ভ্যানে শিশু
•    শফিকুল আলম, দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেস, “Unequal access to education” 

ভিডিও সাংবাদিকতা: 
•    কাজী জান্নাত আরা মৌমিতা, মাছরাঙা টেলিভিশন, ছিন্নমূল মেয়ে শিশুরাই বেশিরভাগ যৌন নির্যাতনের শিকার 
•    মো. বনী আমিন, যমুনা টেলিভিশন, ঝরে পড়া শিক্ষার্থীদের নিয়ে হরিলুট 
•    মো. সবুজ মাহমুদ, ইন্ডিপেনডেন্ট টেলিভিশন, শিশু কেনা-বেচা
•    মোহাম্মদ ওমর ফারুক, ইনডিপেনডেন্ট টেলিভিশন, ১০ থেকে ২০ হাজার টাকায় বিক্রি হয়ে যাচ্ছে কিছু গরীব কিশোরীর গর্ভের সন্তান
•    নাজমুল সাঈদ, ইনডিপেনডেন্ট টেলিভিশন, এতিম তৈরির কারিগর! 

প্রিন্ট সাংবাদিকতা:

শিক্ষা ও শিশু 
•    আহমদুল হাসান, প্রথম আলো, সরকারি প্রাথমিক বিদ্যালয় গরিবই রয়ে গেল
•    ফারহানা হক নীলা, নিউজ নাউ বাংলা,  যৌন পল্লীতে বেড়ে উঠা শিশুরাও চায় উচ্চ শিক্ষার আলো 
•    ফরিদ উদ্দিন রনি, দৈনিক ইত্তেফাক, শিক্ষায় পিছিয়ে পড়ছে চা শ্রমিক শিশুরা   
•    কাজী নাফিয়া রহমান, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম, শিক্ষকদের চাপে বাধ্য হয়ে কোচিং সেন্টারে? 
•    মো. খায়রুল বাশার আশিক, জাগোনিউজ২৪.কম, ক্ষুধার মৌসুম নেই, শেষ হয়নি শিশুদের দুর্ভোগ 
•    মানসুরা হোসাইন, প্রথম আলো, প্রাথমিক শিক্ষায় সংগীত: তবলায় ফুলের টব, পিয়ানোয় ধুলার আস্তরণ 
•    রবিউল আলম, ঢাকা নোট, “Manta and Erosion-Hit Children Grapple with Endless Identity Crisis, Thousands Drop Out” 

শিশু অধিকার

•    এমরান হাসান সোহেল, দৈনিক কালের কণ্ঠ, মায়ের কোলে ঝরে নবজাতক 
•    হাসান মাহামুদ, রাইজিংবিডি ডটকম, এসএমএ: দুই প্রজন্মতেই কি থেমে যাবে আক্রান্ত পরিবারগুলো! 
•    ইসমাইল হোসাইন রাসেল, জাগোনিউজ টোয়েন্টিফোর ডটকম, শিশুর অবুঝ মনে ঢুকছে বর্ণবৈষম্য 
•    মুসলিমা জাহান সেতু, দৈনিক বাংলা, মায়ের দুধ পায় না অর্ধেক শিশু, পরিবার ঝুঁকছে ফর্মুলায়, 
•    শারমিন রিমা, সিভয়েস টোয়েন্টিফোর ডটকম, কার দোষে ওরা ‘বড় অপরাধী’?
•    সাজিদা ইসলাম পারুল, সমকাল, ফর্মুলা দুধ গছানোর সর্বনাশা ‘ফর্মুলা’, 
•    উদিসা ইসলাম, বাংলা ট্রিবিউন, কোথা থেকে আসে কোথায় হারায়, সে হিসাব নেই যে শিশুদের,  

জলবায়ু পরিবর্তন ও শিশু
•    আফসানা আখতার মিমি, মধুকর, নদী ভাঙ্গনে বিদ্যালয় বিলীন হওয়ায় শিক্ষা থেকে ঝরে পড়ছে চরাঞ্চলের অনেক শিশু 
•    আসিফ হাসান কাজল, দৈনিক জনকণ্ঠ, বিরূপ প্রভাব শিক্ষায় ॥ জলবায়ু পরিবর্তন 
•    আওয়াল শেখ, দৈনিক বাংলা, উপকূলে লবণাক্ততা: যৌন রোগের ‘সমাধান’ বাল্যবিবাহ 
•    ফামিহা সোহরাওয়ার্দী, ঢাকা ট্রিবিউন, Summer’s orphans: Street children’s unyielding spirit
•    মো. মেহেদী হাসান সজীব, জাগোনিউজ টোয়েন্টিফোর ডটকম, জলবায়ু পরিবর্তনের প্রভাব পড়ছে রাখাইন শিশুদের ওপর
•    সাধন কুমার সরকার, দৈনিক প্রতিদিনের বাংলাদেশ, শিশুরা যখন জলবায়ু পরিবর্তনের বলি  
•    সেলিম আহমেদ, দৈনিক প্রতিদিনের বাংলাদেশ, হাওরের শিক্ষায় নজর কম, বাড়ছে ঝরে পড়ার হার
•    সুমাইয়া আক্তার মিম, দৈনিক কালের কণ্ঠ, জলবায়ু পরিবর্তনে শিশুদের ওপর যে প্রভাব পড়ছে

  শিশুরা পরিবর্তনের দূত 
•    হাসান জাকির, দৈনিক সমকাল,  বাল্যবিয়ে রোধে শিশুর জন্য শিশুরা 
•    রাকিবুল হাসান তামিম, ঢাকা পোস্ট, পিরিয়ড জটিলতা: ‘পরিবর্তনের দূত’ হয়ে কিশোরীদের পাশে কিশোরীরা
•    মো. গোলাম সাকলাইন, দ্য বিজনেস স্ট্যান্ডার্ড, Juggling school and showbiz: Inside the lives of Bangladeshi child artists
•    মির্জা শাকিল, দ্য ডেইলি স্টার,  “A doer knows no barrier” 
•    শেখ তাজুল ইসলাম তাজ, দ্য ডেইলি স্টার,  “Children's initiative 'Green Corner' to tackle the challenge of climate change” 

রোহিঙ্গা শরণার্থী শিশু
•    দীপক কুমার আচার্যি, দ্য সাউথ এশিয়ান টাইমস, “Stateless Rohingya children: Myanmar curriculum inspire returning to home (Last Part)” 
•    হিমু চন্দ্র শীল, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম,  রোহিঙ্গা ক্যাম্পের মীনা-রাজুদের গল্প
•    জসীম উদ্দীন, ঢাকা পোস্ট, নিরাপত্তার অজুহাত: বয়ঃসন্ধিই যেন ‘কাল’ রোহিঙ্গা কন্যাশিশুদের
•    টনি মাইকেল গোমেজ, দ্য ডেইলি স্টার, “Three Generation Stateless” 
•    উদিসা ইসলাম, বাংলা ট্রিবিউন, দিন শেষে শুরু হয় রোহিঙ্গাদের ‘নিজেদের স্কুল’

জেন্ডার সমতা
•    ফারহানা হক নীলা, নিউজ নাউ বাংলা, “The number of female examinees in secondary schools is low due to the high number of child marriages during the Corona period” 
•    নজরুল ইসলাম, ঢাকা পোস্ট, করোনা-যুদ্ধ-আইনের ফাঁক : দিন দিন লম্বা হচ্ছে বাল্যবিবাহের মিছিল
•    সঞ্জিত কুমার দাশ-এসকে সাগর, দৈনিক চট্টগ্রাম প্রতিদিন, চট্টগ্রামে গার্মেন্টসকর্মীদের ‘বিয়ে’ যেন ছেলেখেলা, সংসার যেন তাসের ঘর, বিচ্ছেদ প্রতিদিনই,
•    শেখ তাজুল ইসলাম তাজ, দ্য ডেইলি স্টার, “Married off before 15, Kids by 16” 
•    সিপন দেব, মৌলভীবাজার ২৪ ডট কম, সীমাবদ্ধতাকে জয় থেমে থাকার নয়  

ঝুঁকিতে থাকা শিশু
•    আল-আমিন হাসান আদিব, জাগোনিউজ টোয়েন্টিফোর ডটকম, অল্প বয়সে ‘জটিল’ জীবন, আত্মহত্যায় বেশি ঝুঁকছে স্কুলশিক্ষার্থীরা, 
•     এফ এম আবদুর রহমান মাসুম, ঢাকা পোস্ট, বহুমুখী দূষণে ঝুঁকিতে গর্ভবতী মা ও শিশু, বাড়ছে অটিজম,
•    মুছা মল্লিক, ঢাকা পোস্ট, বিদ্যালয়ে অপরিচ্ছন্ন শৌচাগার, নীরব মহামারিতে কিশোরীরা
•    মুহা. তারিক আবেদীন ইমন, ঢাকা মেইল ডটকম, পথে শুরু পথেই শেষ, শেষযাত্রাও ‘বেওয়ারিস’
•    তানভীরুল ইসলাম, ঢাকা পোস্ট, হাওরে প্যাড যেন ‘সোনার হরিণ’: পুরোনো কাপড়ে হচ্ছে মারাত্মক সংক্রমণ

ইউনিসেফ মীনা মিডিয়া অ্যাওয়ার্ডস ২০২৩ এর জন্য মনোনীতদের পূর্ণ তালিকা (১৮ বছরের নিচে)

ফটো সাংবাদিকতা:
•    মো. সাফায়েত হোসেন শান্ত, দৈনিক আজকের সুন্দরবন, “Inspiration to Survive the Extreme” 
•    মুনতাসির তাসরিপ, হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম,  কারখানায় শিশুশ্রম
•    মো. সাফায়েত হোসেন শান্ত, দৈনিক আজকের সুন্দরবন, “Whatever you call them, the street is their home” 
•    খালিদুল ইসলাম তানভীর, এটিএন বাংলা, হাতুড়ি হাতে শিশুর শৈশব
•    ধী অরণি পাল, হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম, শিশুদের ভিক্ষাবৃত্তির পেছনে কারা?
•    সানজির হোসেন ইভান, বার্তা বাজার ডটকম,  আমেনার ভরসার কোল একমাত্র বাবাই
•    তাজুল ইসলাম ছামি, হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম,  ভিক্ষুক শিশু!

ভিডিও সাংবাদিকতা:
•    আফরিদা জাহিন, হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম, ফুটবলে বদলে গেছে রংপুরের সদ্যপুস্করনী
•    মো. মোজাহিদুল ইসলাম, এটিএন বাংলা, যশোরের যৌনপল্লির ৫০ জন শিশু কিশোররা মায়ের পেশা ধরেই কি এই পেশাতে জড়িয়ে পড়বে?
•    মুনতাসির তাসরিপ, হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম, স্কুলে ‘যায় না’ বেদে শিশুরা, শিকার বাল্যবিয়েরও
•    রওশন আমিন রুহি, এটিএন বাংলা, বাড়ির সামনে বিদ্যুতের তার! আপনার বাচ্চা কতটা ঝুঁকিতে জানেন কি?
•    মো. মোবারক হোসেন, এটিএন বাংলা, যুগ যুগ ধরে শ্রেণি বৈষম্যের শিকার রাজধানীর ওয়ারী সংলগ্ন চামার পাড়া এলাকার শিশু কিশোররা

প্রিন্ট সাংবাদিকতা:
•    গার্গী তনুশ্রী পাল, হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম, কে রাখে শিশুর মনের খবর?
•    মো. নাইমি ইসলাম, ইকোনোমিকনিউজ২৪ডটকম,  “Transgender childhood is the name of a Terror” ]
•    গার্গী তনুশ্রী পাল, হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম, “Dreams buried by waste: The boys who work at landfills” 
•    মুনতাসির তাসরিপ, হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম, ছোট্টোগ্রাম গুচ্ছগ্রাম; নানাবিধ সমস্যায় জর্জরিত
•    মুনতাসির তাসরিপ, হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম, বাঁধ ভাঙার আতঙ্কে কলাপাড়ার ২০ হাজার মানুষ
•    মেহজাবিন মাশরাহ্, সিলেট টুডে ২৪ ডট নিউজ, শিশু-অধিকার ব্যাহত হচ্ছে পরিবার থেকে
•    নূশরাত ইসলাম তৃষা, হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম, ঋতুস্রাব নিয়ে ট্যাবু ভাঙতে হবে
•    নূশরাত ইসলাম তৃষা, হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম, মেয়ে শিশুরা কেন মাঠে খেলে না?, 
•    প্রতূষ ইসলাম, ৭১বিডিনিউজ ডট নেট, “Uncertain future for the street children”  

ইউনিসেফ সম্পর্কে
বিশ্বের সবচেয়ে সুবিধাবঞ্চিত শিশুদের কাছে পৌঁছাতে বিশ্বের কঠিনতম কিছু জায়গায় কাজ করে ইউনিসেফ। ১৯০টিরও বেশি দেশ ও অঞ্চলে সবার জন্য আরও ভালো একটি পৃথিবী গড়ে তুলতে সর্বত্র সব শিশুর জন্য কাজ করে সংস্থাটি।

কেএ