দ্য ডেইলি স্টার এর সাবেক বার্তা সম্পাদক সৈয়দ ইয়ামিন বখত আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার (২৪ এপ্রিল) সকালে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৬২। 

সৈয়দ ইয়ামিন বখতের পারিবারিক সূত্র এ তথ্য জানায়।

জানা গেছে, করোনায় আক্রান্ত হয়ে সৈয়দ ইয়ামিন বখত ১০ দিন ধরে চিকিৎসাধীন ছিলেন। দিন কয়েক আগে পরীক্ষায় তার করোনা নেগেটিভ আসে। তারপর হঠাৎ তার শ্বাসনালীতে জটিলতা ধরা পড়ে। এক পর্যায়ে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। শনিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

দ্য ডেইলি স্টারের প্রতিষ্ঠাকালীন সদস্যদের অন্যতম ছিলেন ইয়ামিন বখত। পরে তিনি ডেইলি স্টারের বার্তা সম্পাদক হয়েছিলেন।

ডেইলি স্টার ছেড়ে পরে তিনি টেলিকমিউনিকেশন কোম্পানি গ্রামীণফোনে যোগ দেন এবং প্রতিষ্ঠানটির কমিউনিকেশন বিভাগের পরিচালক হয়ে অবসরে যান।

পিএসডি/জেডএস