অনলাইন পোর্টাল ঢাকা পোস্টের সিলেট প্রতিনিধি মাসুদ আহমদ রনির পিতা মো. সুরুজ মিয়া আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শনিবার (৩০ ডিসেম্বর) রাত ১২টা ২০মিনিটে সিলেট নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

সিলেট নগরীর লালাদীঘিরপাড়ের বাসিন্দা মো. সুরুজ মিয়া শেখঘাটের বিশিষ্ট ব্যবসায়ী এবং প্রগতি স'মিলের স্বত্বাধিকারী ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি স্ত্রী, তিন ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

জুবায়েদুল হক রবিন/এমজে