প্রজনন স্বাস্থ্যের অগ্রগতি, নারীদের স্বাস্থ্যগত ঝুঁকি প্রসঙ্গে সচেতনতা তৈরিতে ভূমিকা রাখায় রিপ্রোডাক্টিভ হেলথ মিডিয়া অ্যাওয়ার্ড পেয়েছেন ঢাকা পোস্টের নিজস্ব প্রতিবেদক তানভীরুল ইসলাম। '৪০ শতাংশ মায়ের মৃত্যুর নেপথ্যে বাল্যবিয়ে' শীর্ষক প্রতিবেদনের জন্য 'অনলাইন' ক্যাটাগরিতে তিনি এ পুরস্কার পেয়েছেন।

বুধবার (২০ ডিসেম্বর) বিকেলে রাজধানীর ডেইলি স্টার সেন্টারে রিপ্রোডাক্টিভ হেলথ সার্ভিস ট্রেনিং অ্যান্ড এডুকেশন প্রোগ্রাম (আরএইচস্টেপ) আয়োজিত এক অনুষ্ঠানে তার হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

বিভিন্ন গণমাধ্যমে কর্মরত মোট ৭ সাংবাদিককে এ পুরস্কার প্রদান করা হয়েছে।

পুরস্কারপ্রাপ্ত সাংবাদিকরা হলেন- এটিএন বাংলার বিশেষ প্রতিবেদক মো. শরফুল আলম, দৈনিক কালবেলার মাহমুদুল হাসান, ঢাকা পোস্টের তানভীরুল ইসলাম, আমাদের সময়ের মো. আজাদুল ইসলাম (আদনান), ঢাকা মেইলের মাহফুজ উল্লাহ হিমু, দৈনিক যুগান্তরের জাহিদ হাসান, যমুনা টিভির শেখ মহিউদ্দিন মধু।

তানভীরুল ইসলামের প্রতিবেদনে বাল্যবিয়ে নামক অভিশাপে সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোলের জামুয়া এলাকার বাসিন্দা শাহানা খাতুনসহ একাধিক তরুণীর জীবনে ঘোর অন্ধকার নেমে আসার বিষয়টি উঠে আসে।

ঢাকা পোস্টে প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশে শিশু বিয়ের প্রচলন দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে বেশি এবং বিশ্বের মধ্যে অষ্টম সর্বোচ্চ। এ দেশে তিন কোটি ৮০ লাখ নারীর বিয়ে হয় ১৮ বছরের আগে এবং এক কোটি ৩০ লাখ নারীর বিয়ে হয় ১৫ বছরের আগে। সবমিলিয়ে দেশে এখনও ৫০ শতাংশ ক্ষেত্রে বাল্যবিয়ে হয় এবং বাল্যবিয়ের ফলে দেশে ২৪ শতাংশ অ্যাডোলোসেন প্রেগন্যান্সির তথ্য উঠে আসে ওই প্রতিবেদনে।

প্রসঙ্গত, তানভীরুল ইসলাম এর আগে বাংলাদেশে শিশু অধিকার নিয়ে কাজের স্বীকৃতি হিসেবে মীনা মিডিয়া অ্যাওয়ার্ড-২০২২ পুরস্কার লাভ করেন। এছাড়া তিনি পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মিডিয়া অ্যাওয়ার্ড-২০২২, হার্ট ফাউন্ডেশনের মিডিয়া অ্যাওয়ার্ড, এমআরডিআইয়ের মিডিয়া ফেলোশিপসহ বিভিন্ন প্রতিষ্ঠান থেকে সাংবাদিকতায় নানা পুরস্কার ও ফেলোশিপ অর্জন করেন।

টিআই/পিএইচ