সভাপতি বারেক কায়সার (বাঁয়ে) ও সাধারণ সম্পাদক ফারজানা স্মৃতি (ডানে) (ছবি: সংগৃহীত)

রাশিয়ায় বাংলাদেশি সাংবাদিকদের সংগঠন ‘বাংলা প্রেস ক্লাব রাশিয়া’র কমিটি গঠিত হয়েছে। নতুন কমিটির সভাপতি হয়েছেন বারেক কায়সার ও সাধারণ সম্পাদক হয়েছেন ফারজানা স্মৃতি।
 
বুধবার (৬ ডিসেম্বর) মস্কোর একটি রেস্তোরাঁয় দুই বছরের জন্য এ কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি মো. গাওসুল আযম, সহ-সভাপতি  আবু মোছা, মো. শফিকুল ইসলাম ও আল আমিন আব্দুন নূর। এছাড়া কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মেহেদী হাসান, সাংগঠনিক সম্পাদক শারমিন সুলতানা, দপ্তর সম্পাদক আসিফ খান তুষার, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. মাহফুজ আলম ও সাংস্কৃতিক সম্পাদক মো. তোফায়েল আহমেদ।

বাংলা প্রেস ক্লাব রাশিয়ার সভাপতি বারেক কায়সার ও সাধারণ সম্পাদক ফারজানা স্মৃতি জানান, সংগঠনের সদস্যরা পারস্পরিক একতা বজায় রেখে দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সৎ, নিরপেক্ষ, বস্তুনিষ্ঠ ও সৃজনশীল সাংবাদিকতার চর্চা করবেন তারা। এছাড়া রাশিয়ার সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক অটুট রাখতে কাজ করবেন। 

এসআর/কেএ