ডিজিটাল সুরক্ষার প্রতিকূলতায় কমছে নারী সাংবাদিকের সংখ্যা
সাংবাদিক ও মানবাধিকার কর্মীদের ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা, তথ্য সুরক্ষা ও অনলাইন নিরাপত্তা— শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) রাজধানীর শ্যামলীতে এই সভা অনুষ্ঠিত হয়। বেসরকারি সংস্থা ভয়েসের আয়োজনে এ সভায় সাংবাদিক, নারী ও মানবাধিকারকর্মীরা উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
সাংবাদিক এবং মানবাধিকারকর্মীদের উপস্থিতিতে তথ্য সুরক্ষার অধিকার নিয়ে কথা বলার পাশাপাশি এবং তথ্যপ্রযুক্তি নির্ভর পৃথিবীতে তথ্যের গোপনীয়তা রক্ষার প্রতিবন্ধকতা নিয়েও আলোচনা করা হয়।
সভায়, ব্যক্তিগত তথ্যের গোপনীয়তার ধারণা ও পরিস্থিতি, গোপনীয়তা লঙ্ঘনের কারণ, তথ্য সুরক্ষার কৌশল ও ফলাফল, বাংলাদেশ ও আন্তর্জাতিক প্রেক্ষিতের আলোকে ব্যক্তিগত তথ্য গোপনীয়তা পরিস্থিতি পর্যালোচনা, নারী ও শিশু সংবেদনশীলতা, ডিজিটাল পরিচ্ছন্নতা, অনলাইন নিরাপত্তা এবং জেন্ডার সহনশীল ব্যক্তিগত তথ্যের চর্চা ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়।
সভায় বলা হয়, বর্তমানে ১০ শতাংশ নারী সাংবাদিক তাদের পেশাগত কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। তবে দিন দিন তাদের সংখ্যা কমছে। ডিজিটাল সুরক্ষায় প্রতিকূলতা তার অন্যতম কারণ।
ভয়েসের নির্বাহী পরিচালক আহমেদ স্বপন মাহমুদ বলেন, ব্যক্তিগত তথ্য সুরক্ষা যে একটি মৌলিক মানবাধিকার, এটি আমাদের বুঝতে হবে।
মানবাধিকার চর্চার জন্য সঠিক ও সুষ্ঠ পরিবেশ গড়ে তোলার প্রতি জোর দিয়ে তিনি বলেন, সমাজের প্রতি স্তরের মানুষের সচেতনতা এবং নীতিনির্ধারকদের অবদান এক্ষেত্রে অনস্বীকার্য। ডিজিটাল সুরক্ষা তথা ব্যক্তিগত তথ্য সুরক্ষায় আমাদের সবাইকে একযোগে কাজ করতে হবে।
এমজে