খ্যাতিমান মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডা. রিদওয়ানুর রহমানের মৃত্যুতে গভীর শোক জানিয়েছে স্বাস্থ্য বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ হেলথ রিপোটার্স ফোরাম (বিএইচআরএফ)।

এক শোকবার্তায় সংগঠনটি জানায়, ডা. রিদওয়ানুর রহমান শুধু খ্যাতিমান মেডিসিন বিশেষজ্ঞ ছিলেন না, তিনি একজন গবেষকও ছিলেন। তার এই আকস্মিক মৃত্যুর ক্ষতি কখনোই পূরণ হবে না।

বুধবার (২৫ অক্টোবর) দুপুরে এক শোকবার্তায় বিএইচআরএফের সভাপতি রাশেদ রাব্বি ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

শোকবার্তায় বলা হয়, অধ্যাপক ডা. রিদওয়ানুর রহমান শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান ছিলেন। তিনি শুধু খ্যাতিমান মেডিসিন বিশেষজ্ঞ ছিলেন না, তিনি একজন গবেষকও ছিলেন। তিনি বাংলাদেশে সর্প দংশন, ম্যালেরিয়া ও অসংক্রামক রোগ নিয়ে অসংখ্য গবেষণা করেছেন।

প্রসঙ্গত, বুধবার (২৫ অক্টোবর) ভোররাতে হার্ট অ্যাটাক করে রাজধানীর ল্যাবএইড (ধানমন্ডি) হাসপাতালে ভর্তি হন অধ্যাপক ডা. রিদওয়ানুর রহমান। এরপর সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।

অধ্যাপক ডা. রিদওয়ানুর রহমান ইউনিভার্সাল মেডিকেল কলেজের গবেষণা কেন্দ্রের প্রধান গবেষক হিসেবে কর্মরত ছিলেন। এর আগে তিনি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের প্রধান এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালেও দায়িত্ব পালন করেছেন।

জানা গেছে, অধ্যাপক রিদওয়ানুর রহমান চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে এমবিবিএস সম্পন্ন করার পর বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জন্স (বিসিপিএস) থেকে ইন্টারনাল মেডিসিনে এফসিপিএস সম্পন্ন করেন। এছাড়া চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে কমিউনিটি মেডিসিনে পড়াশোনা করেছেন তিনি।

তিনি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার একেবিসি ঘোষ ইনস্টিটিউট থেকে এসএসসি ও আদমজী ক্যান্টনমেন্ট কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেন।

টিআই/এমজে