জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক ইত্তেফাকের সাবেক নির্বাহী সম্পাদক হাসান শাহরিয়ার গুরুতর অসুস্থ। তার ফুসফুসে জটিলতা দেখা দিয়েছে। কয়েকটি সরকারি হাসপাতালে আইসিইউ না পেয়ে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে। 

পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৮ এপ্রিল) দিবাগত রাত দেড়টার দিকে হাসান শাহরিয়ারের অবস্থার অবনতি হলে তাকে রাজধানীর ইমপালস হাসপাতালে নেওয়া হয়। তার শরীরে করোনার উপসর্গ রয়েছে বলে পরিবার থেকে জানানো হয়েছে। আজ তার করোনা পরীক্ষা করার কথা রয়েছে। 

বিষয়টি নিশ্চিত করেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন।

তিনি ঢাকা পোস্টকে বলেন, ‘হাসান শাহরিয়ার আগে থেকেই অসুস্থ ছিলেন। গতরাতে শ্বাসকষ্টজনিত সমস্যা বেড়ে যায়। আইসিইউ না পাওয়ায় কয়েকটি হাসপাতাল ঘুরে তাকে অবশেষে ইমপালস হাসপাতালে ভর্তি করা হয়।’

পিএসডি/এমএইচএন/ওএফ/জেএস