ইমপ্রেসিভ বাংলাদেশ নিয়ে আসছেন জুলহাস কবীর
তথ্যচিত্রের মাধ্যমে বাংলাদেশকে নতুন করে দর্শকের সামনে তুলে ধরতে ইমপ্রেসিভ বাংলাদেশ নামে ডকুমেন্টরি শো নিয়ে আসছেন সাংবাদিক জুলহাস কবীর।
৭ অক্টোবর অনুষ্ঠানটির প্রথম পর্ব প্রচারিত হবে জনপ্রিয় টেলিভিশন চ্যানেল টোয়েন্টি ফোরে। প্রথম পর্বটি তৈরি হয়েছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নির্মাণ প্রকল্প নিয়ে। যেখানে প্রকল্পটির শুরু থেকে শেষ পর্যন্ত নির্মাণের চিত্র তুলে ধরা হয়েছে। এই অনুষ্ঠানটির মাধ্যমে দর্শকরা টার্মিনাল সম্পর্কে পুরোপুরি ধারণা পাবেন বলে জানান জুলহাস কবীর।
বিজ্ঞাপন
তৃতীয় টার্মিনালের উদ্বোধনের দিন মাথায় রেখে অনুষ্ঠানের প্রথম পর্ব প্রচারের সিদ্ধান্ত নেন বলেও জানান তিনি।
আগামীতে চলমান উন্নয়ন প্রকল্পগুলোর পাশাপাশি দেশের বিভিন্ন বিষয় নিয়ে তথ্যচিত্র নির্মাণের পরিকল্পনা রয়েছে জুলহাস কবীরের।
জুলহাস কবীর ২০১০ সাল থেকে একুশে টেলিভিশনে রিপোর্টার ও ২০১৪ সাল থেকে আরটিভিতে সিনিয়র রিপোর্টার হিসেবে কাজ করেছেন। সাংবাদিকতার পাশাপাশি তিনি এই অনুষ্ঠানটি নিয়মিত তৈরি করতে চান। টেলিভিশনের জন্য ভ্রমণ বিষয়ক একটি ট্রাভেল শো তৈরিরও কাজ করছেন তিনি।
প্রতি শনিবার জনপ্রিয় টেলিভিশন চ্যানেল টুয়েন্টি ফোরে বিকেল চারটায় প্রচারিত হবে ইমপ্রেসিভ বাংলাদেশ। অনুষ্ঠানটি উপস্থাপনা, গবেষণা ও পরিচালনা করেছেন জুলহাস কবীর।
এআর/এমজে