ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডের অভিযোগে ইরানে দুই নারী সাংবাদিককে কারাদণ্ড দেওয়া হয়েছে। তাদের মূল সাজা তিন বছর হলেও সাজার মেয়াদ আংশিক স্থগিত করে তাদের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। আদেশ অনুযায়ী তাদের প্রায় এক মাস কারাগারে থাকতে হবে। 

যে দুই সাংবাদিককে সাজা দেওয়া হয়েছে তারা হলেন— নেগিন বাঘেরি এবং এলনাজ মোহাম্মদী। তাদের আইনজীবী জানিয়েছেন— আদেশ অনুযায়ী তাদের মোট সাজার চল্লিশ ভাগের বা এক ভাগ অর্থাৎ এক মাসেরও কম সময় জেলে থাকতে হবে। 

আইনজীবী আরও জানিয়েছেন— বাকি সাজা পাঁচ বছরের জন্য স্থগিত করা হয়েছে। এই সময়ের মধ্যে তাদের পেশাদার নৈতিকতার প্রশিক্ষণ নিতে হবে এবং দেশ ত্যাগে নিষেধাজ্ঞা থাকবে। 

এ সাজার বিরুদ্ধে আপিলের সুযোগ রয়েছে কি না এবং ঠিক কী অপরাধে তাদের এই সাজা দেওয়া হয়েছে সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।  

মোহাম্মদীর বোন এলাহেও সাংবাদিকতা করতেন। পুলিশ হেফাজতে মারা যাওয়া মাহসা আমিনীকে নিয়ে করা প্রতিবেদনের জন্য এলাহেকেও কারাগারে যেতে হয়েছে।  

২০২২ সালের সেপ্টেম্বরে পোশাক বিধি লঙ্ঘনের অভিযোগে গ্রেপ্তার হওয়ার পর আমিনির মৃত্যু ঘিরে ব্যাপক বিক্ষোভ হয় ইরানে।  

বিদেশি বিভিন্ন মানবাধিকার সংস্থা বলছে- আমিনির মৃত্যুবার্ষিকী ঘিরে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে।  

সূত্র : এএফপি 

এনএফ