জবিসাসের প্রতিষ্ঠাবার্ষিকীতে নতুন ক্যাম্পাসে বৃক্ষরোপণ
জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (জবিসাস) ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাস প্রদর্শন করে সেখানে বৃক্ষরোপণ করেছেন সমিতির নেতারা।
মঙ্গলবার (২০ জুন) কেরাণীগঞ্জের তেঘরিয়ায় নির্মাণাধীন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাসে বৃক্ষরোপনের পাশাপাশি লেক পর্যবেক্ষণ, ফুটবল প্রীতিম্যাচের আয়োজন করা হয়।
বিজ্ঞাপন
সমিতির সভাপতি মাহমুদুল হাসান তানভীর বলেন, সাংবাদিক সমিতির প্রধান উপদেষ্টা ও উপাচার্য দেশে না থাকায় সীমিত পরিসরে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছি আমরা।
সাধারণ সম্পাদক মামুন শেখ বলেন, ১৮ বছরে পদার্পণ করল সাংবাদিক সমিতি। গৌরবের সাথে এগিয়ে যাবে প্রিয় সংগঠন।
২০০৬ সালের ২০ জুন শিক্ষা, সততা, সাহসিকতা স্লোগান নিয়ে ১৯ জন সদস্য ও ৫ জন সহযোগী সদস্য নিয়ে প্রতিষ্ঠিত হয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি।
এমএল/এনএফ