চবিসাফের ফল উৎসবে বক্তারা
পরিবারের দায়িত্ব থেকে হলেও একটি করে গাছ লাগান
মৌসুমি ফল উৎসব ও কণ্ঠশিল্পী জামাল হাসানের সংগীতানুষ্ঠানের আয়োজন করেছে চট্টগ্রাম বিভাগ সাংবাদিক ফোরাম ঢাকা (চবিসাফ)। রোববার (১৮ জুন) জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলে এ আয়োজন। ফল উৎসবে আম, জাম, আনারস, কলা, কাঁঠাল, লিচু, লটকন, তালসহ নানা ধরনের দেশি ফল ছিল সুসজ্জিত।
চবিসাফ সভাপতি শাহীন উল ইসলামের সভাপতিত্বে ফল উৎসবে উপস্থিত ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক যুগান্তরের সম্পাদক সাইফুল আলম।
বিজ্ঞাপন
সাইফুল আলম বলেন, আমরা তো ফল খাই, আমাদের সবার উচিত ফলের গাছ লাগানো। আমরা আমাদের পরবর্তী প্রজন্মের জন্য পরিবেশ ও পরিস্থিতি রক্ষা করে যেতে চাই। সেজন্য একটি করে হলেও গাছ লাগানো দরকার। যাতে তারা ফল খেতে পারে।
তিনি বলেন, আমরা যদি ফল শুধু খেয়ে চলে যাই, তবে এই পৃথিবী, সমাজ এবং পরিবারের ওপর যে দায়িত্ব রয়েছে তা পালন করা হবে না। আমাদের সবার উচিত সুযোগ-সুবিধা মতো একটি করে ফলের গাছ লাগানো। যাতে পরে তারা গাছ থেকে ফল খেতে পারেন।
অনুষ্ঠানে জাতীয় প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আলী আশরাফ, বিএফইউজের সাবেক মহাসচিব আবদুল জলিল ভূঁইয়া, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশের সাবেক সভাপতি কাদের গনি চৌধুরী, ডিইউজের অপরাংশের সাধারণ সম্পাদক আকতার হোসেন উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের মহাসচিব আইয়ুব ভূঁইয়া।
এমআই/এসএসএইচ/