আইআরএফের সভাপতি গাযী ও সম্পাদক সুমন
বিমা খাতের সাংবাদিকদের সংগঠন ইন্স্যুরেন্স রিপোর্টার্স ফোরামের (আইআরএফ) সভাপতি নির্বাচিত হয়েছেন টাইম নিউজের গাযী আনোয়ার ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বিজনেস পোস্টের সাখাওয়াত হোসেন সুমন। নতুন কার্যনির্বাহী কমিটি আগামী দুই বছর দায়িত্ব পালন করবে।
শুক্রবার (১৬ জুন) গাজীপুরের ছুটি রিসোর্টে সংগঠনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। পরে সংগঠনের সদস্যদের ভোটে কার্যনির্বাহী কমিটি গঠিত হয়। পরে প্রধান নির্বাচন কমিশনার অর্থসূচকের সম্পাদক ও ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস্ ফোরাম (সিএমজেএফ) সভাপতি জিয়াউর রহমান ফলাফল ঘোষণা করেন।
বিজ্ঞাপন
এসময় দুই কমিশনার ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) সাধারণ সম্পাদক আবুল কাশেম ও ডেভেলপমেন্ট জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশের (ডিজেএফবি) সভাপতি হামিদুজ্জামান উপস্থিত ছিলেন।
কমিটির অন্য সদস্যরা হলেন– সহ সভাপতি মাসুদ মিয়া (দৈনিক আমাদের অর্থনীতি), যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান (ইন্স্যুরেন্স নিউজ বিডি), অর্থ সম্পাদক জাকির হুসাইন (আজকালের খবর), সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামান (দৈনিক সংগ্রাম), দপ্তর ও কল্যাণ সম্পাদক সেলিম মালিক (আরটিবি)।
কার্যনির্বাহী সদস্যরা হলেন– আলী রিয়াজ (দৈনিক বাংলাদেশ প্রতিদিন), আমিনুল ইসলাম, জাফর আহমদ (বাংলানিউজ ২৪.কম) এবং রেজাউল করিম।
অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় সংগঠনের বিদায়ী সভাপতি (ভারপ্রাপ্ত) আলী রিয়াজ সভাপতিত্ব করেন। অনুষ্ঠান পরিচালনা করেন বিদায়ী সাধারণ সম্পাদক সাখওয়াত হোসেন সুমন। নির্বাচন পরিচালনা কমিটির পাঁচ জন সদস্যসহ অন্য সদস্যরা সভায় উপস্থিত ছিলেন।
এমআই/এসএসএইচ/